নাসির উদ্দিন খান ২০১৭ সালের ‘আয়নাবাজি’ সিরিজের একটি নাটকের একটি চরিত্র করে বেশ আলোচিত হন। এরপর ‘অস্থির সময়ের স্বস্তির গল্প’-এর ‘মাহুত’, ওয়েব সিরিজ ‘তাকদীর’-এ ডোম ও ‘মহানগর’ থানার ছিঁচকে অপরাধী চরিত্র তাকে আলোচনায় আনে।
পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাকে ‘ন ডরাই’, ‘হাওয়া’, ‘দামাল’, রিকশা গার্ল’ ছবিতে দেখা গেছে।
তিনি চট্টগ্রাম সিটি কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স শেষ করেন। এর পরে চার্টার্ড অ্যাকাউনটেন্ট হতে চেয়ে ‘সিএ’ ভর্তি হন। প্রগ্রামের কোর্স কমপ্লিট করেন, কিন্তু পরীক্ষা দেননি। সিএ-এর ওপর ভরসা করে পিএইচপি গ্রুপে চাকরি শুরু করেন। এরপর বেশ কয়েকটা চাকরি বদল করেন। অভিনয়ের প্রতি তার প্যাশন ফুটে ওঠে তার এই উক্তিতে, ‘অভিনয় আর দুটো ভাত খাবো বলে ঢাকায় এসেছিলাম। এখন পর্যন্ত সে চেষ্টাই করে যাচ্ছি। জীবনে বহুবার চাকরির চেষ্টা করেছি। ৫-৬ বার চাকরি বদলেছি। শেষ পর্যন্ত আমি বুঝে গিয়েছি চাকরি আমার দ্বারা হবে না। আমি সব ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি শুধু অভিনয়ের জন্য’।