তিতান চৌধুরী

নগর মাস্তান চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত নায়িকার নাম তিতান চৌধুরী। চট্টগ্রামের মেয়ে তিতান চলচ্চিত্রে আগমনের পূর্বে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করেছেন।

ছোট বেলায় তিতান স্বপ্ন দেখতেন গানের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার। সে ইচ্ছা থেকেই ২০০৮ সালে অনুষ্ঠিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় নাম লেখান। সেই বার তিতান শীর্ষ ১৫ প্রতিযোগীর মধ্যে স্থানও করে নেন। কিন্তু এখানেই সংগীতশিল্পী হওয়ার স্বপ্নটাকে হাওয়ায় উড়িয়ে দিলেন। জেদের বসে সংগীত থেকে নিজেকে গুটিয়ে নিলেন।

চট্টগ্রামের মেয়ে তিতান ক্যারিয়ারের শুরুতে চট্টগ্রামের নাট্যধারা থিয়েটারে দুই বছর কাজ করেছেন। ‘মাস্টার দা’ নাটকে পুষ্প চরিত্র অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন মঞ্চে। এর পর ২০১৪ সালে ঢাকায় আসার পর টিভি মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। এর আগেও তিনি টিভিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। আলী ফিদা একরাম তোজো’র টেলিফিল্ম ‘কালো আর ধ্বলো বাহিরে কেবল’-এ কাজ করার সুযোগ পেলেও শেষ পর্যন্ত তিনি অভিনয় করেন নি। পরে কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ঘোমটা’তে অভিনয় করেন তিতান। এর পর রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিতে জায়েদ খানের বিপরীতে কাজ করেন তিনি।

তিতান চৌধুরী টিভিতে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের কাজও করেছেন। এপেক্স, ইউপিডিএল, প্রাণ আরএফএল ও রয়েল কমসহ আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় তাকে।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি