উদিত নারায়ণ

উদিত নারায়ণ ভারতীয় সঙ্গীতশিল্পী। বলিউডের চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি প্রসিদ্ধ। বলিউডের পাশাপাশি তিনি ভারতীয় অন্যান্য ভাষার গানেও কণ্ঠ দিয়েছেন। তেমনি তিনি বাংলাদেশী কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন। সেগুলো হল – ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘মনের মাঝে তুমি’, ‘রং নাম্বার’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

উদিত নারায়ণের জন্ম ১৯৫৫ সালে এক মৈথিলি ব্রাহ্মণ পরিবারে। তিনি দুইবার বিয়ে করেন। প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ এবং দ্বিতীয় স্ত্রী দীপা নারায়ণ ঝা। দীপা নারায়ণের গর্ভে তার পুত্র আদিত্য নারায়ণ জন্মগ্রহণ করেন। আদিত্য একজন সঙ্গীতশিল্পী ও টিভি উপস্থাপক।

 

ব্যক্তিগত তথ্যাবলি