আসমা পাঠান রুম্পা একজন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী। তার পারিবারিক পরিচয় হচ্ছে তিনি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ভাতিজি। দেড় দশকেরও বেশি সময় ধরে মডেলিং, উপস্থাপনা এবং অভিনয়ে নিয়মিত কাজ করেছেন রুম্পা। অভিনয় করেছেন ‘থ্রি স্টার মেস’ ধারাবাহিকে। এছাড়াও একুশে টিভিতে প্রচার শুরু হয়েছে তারই উপস্থাপনায় ‘সেলিব্রেটি কুকিং শো’। ক্যারিয়ারে ৮০টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রুম্পা। তবে নাটকে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | আসমা পাঠান রূম্পা |
কর্মপরিধি
- রইল বাকি ১০ (২০২৪) - আজগরের বোন Web Series