শেখ নজরুল ইসলাম একজন পরিচালক, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা। তার জন্ম ১৯৪৪ সালের ৭ নভেম্বর নাটোরে। তিনি ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন। লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন।
শেখ নজরুল ইসলাম পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’। তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হল ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’, ‘দমন’, ‘জোছনার প্রেম’ ও ‘মা বড় না বউ বড়’।
তিনি ২০২৫ সালের ২২ নভেম্বর ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
