দোয়েল

দোয়েল আশি-নব্বই দশকের নায়িকা ছিল। তখনকার প্রতিষ্ঠিত নায়কদের সাথেই তাঁর ক্যারিয়ার গড়ে উঠেছিল। প্রথম ছবি ‘চন্দ্রনাথ’। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হিসাব নিকাশ, দুঃখ নেই, লক্ষী বধূ, সৎভাই, তওবা, জিপসি সর্দার, প্রেমকাহিনী, ওগো বিদেশিনী, আজ তোমার কাল আমার, মার্শাল হিরো, মাস্টার সামুরাই, বিক্রম, ন্যায়যুদ্ধ, ভাইভাবী, খোঁজখবর, নিকাহ, জবানবন্দী, ছোবল, ঘোমটা, কাবুলিওয়ালা।

সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দিঘি শিশুশিল্পী হিসেবে ২০০০ পরবর্তী সময়ে সফল হয়। দিঘির সফলতার পেছনে তার মা দোয়েলের অবদান ছিল অনেক।

২০১১ সালে ক্যান্সারে দোয়েল মারা গিয়েছিল।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি