নাজিয়া হক অর্ষা

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৯ দিয়ে মিডিয়া ভূবনে আগমন করেন নাজিয়া হক অর্ষা। ২০১০ সালে টিভি নাটক ‘দ্বন্দ্ব’ দিয়ে তার মিডিয়ায় যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কক্সবাজারে কাকাতুয়া’। এরপর তিনি ‘রাইয়ান’, ‘অর্পিতা’, ‘সাহস’, ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্র; ‘দ্য ব্রোকার’, ‘সাবরিনা’ ওয়েব সিরিজ; এবং ‘নেটওয়ার্কের বাইরে’, ‘কালো প্রজাপতি’, ‘জাহান’ ওয়েব ফিল্মে অভিনয় করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নাজিয়া হক অর্ষা
ডাকনাম অর্ষা