শাকিবের নায়িকা পরীমনি

kffkt9kn_9483নবাগত পরীমনির এখনো কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। এর মধ্যেই পরিচালকরা তার মধ্যে সম্ভাবনার আঁচ পেয়েছেন। তাই একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সর্বশেষ চুক্তিবদ্ধ হলেন শাকিব খানের সঙ্গে অভিনয়ে। নতুন এ ছবির নাম ধুমকেতু। সোমবার চলচ্চিত্রটির মহরত হয়ে গেছে। এতে চলচ্চিত্রের পরিচালক ও কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।

শফিক হাসান পরিচালিত ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন মুনির রেজা। Continue reading

অবাঞ্ছিত অনন্য মামুন

29099_e2ভুয়া শিক্ষা সনদপত্র প্রদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি পরিচালক অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে এবং তার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী-কুশলী পরিবার অনন্য মামুনকে চলচ্চিত্র শিল্পে অবাঞ্ছিত ঘোষণা করেছে। Continue reading

কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘শঙ্খধ্বনি’

Saimon-12ছেলেবেলায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই হারিয়ে যায় দুই বন্ধু। প্রায় সতের বছর পর আবার দেখা, ফিরে আসে মাটির টানে। এমন গল্প নিয়েই ‘শঙ্খধ্বনি’ শিরোনামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কামার আহমাদ সাইমন। এবারের ছবিটি হবে তার প্রথম ফিচার ফিল্ম।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে সারা আফরীনের সঙ্গে নবযাত্রায় যুক্ত হলেন ধ্বনি-চিত্র লিমিটেডের সারা যাকের। শনিবার রাজধানীর ফরাসি দূতের বাসভবনে ‘মিট দ্য প্রেস : আফটার কান’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এ সব তথ্য জানান হয়। সারা যাকের বলেন, ‘তরুণ একঝাঁক চিত্রনির্মাতা আমাদের চলচ্চিত্রকে উপস্থাপন করেছে বিশ্ব দরবারে। আমরা ধ্বনি-চিত্রের পক্ষ থেকে এই যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত বোধ করছি।’

এবারের ৬৭তম কান উৎসবে উদীয়মান নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মন্দ ২০১৪’-তে আমন্ত্রিত ১০টি চিত্রনাট্যের মধ্যে অন্যতম ছিল ‘শঙ্খধ্বনি’। ফরাসি ইনস্টিটিউট, উৎসবের অন্যতম আকর্ষণ বিশ্ব চলচ্চিত্র বাজার ‘মার্স দ্যু ফিল্ম’-এর সঙ্গে অংশীদারিত্বে এবং বিশ্বব্যাপী ফরাসি দূতাবাসের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ প্রসঙ্গে প্রযোজক সারা আফরীন বলেন, ‘আমরা বিভিন্ন দেশের প্রযোজকদের কাছে আমাদের ছবির গল্প এবং নির্মাণ ভাবনা তুলে ধরেছি। সবকিছু পরিকল্পনামাফিক চললে শিগগিরই এদের সঙ্গে কাজ শুরু করব।’

ফরাসি দূত মিশেল ত্রিনকুইয়া বলেন, ‘আমি এই তরুণ উদীয়মান নির্মাতা জুটিকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি, বিশ্বের সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসরের লাল গালিচায় বাংলাদেশকে তুলে ধরার জন্য।’

এর আগে সুইডেনের গোটেবর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য প্রতিযোগিতামূলক অনুদান পুরস্কার অর্জন করে ‘শঙ্খধ্বনি’। নয় মাসব্যাপী ইউরোপের ৩টি দেশে অনুষ্ঠিত ‘ইউরোপীয় প্রযোজক কর্মশালা ২০১২’-তে আমন্ত্রিত ২৪টি চিত্রনাট্যের মধ্যে একমাত্র নন-ইউরোপীয় চিত্রনাট্য ছিল এটি। এ ছাড়া ‘ইউরোপীয় পোস্ট প্রোডাকশন কানেকশন ২০১৩’ এবং ফ্রান্সের নন্তে অনুষ্ঠিত ‘ত্রি-মহাদেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’-এর কো-প্রোডাকশন কর্মশালা ‘প্রদিউর অ সুদ’-এও আমন্ত্রিত হয় ‘শঙ্খধ্বনি’।

এ প্রসঙ্গেকামার বলেন, ‘এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও অনেক অসহনশীল। সুযোগ খুব কম। আমার আগের চলচ্চিত্র ‘শুনতে কি

উল্লেখ্য, ‘শুনতে কি পাও!’ চলচ্চিত্রের জন্য এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের প্রামাণ্য উৎসব ‘সিনেমা দ্যু রিলে’ শ্রেষ্ঠ সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁপি’ এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’ জয় করেছিলেন কামার আহমাদ সাইমন।

 

 

চলচ্চিত্রে নজরুল

151অগ্নিবীণার কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী রবিবার। অজস্র কবিতা, গান ও অন্যান্য লেখনি দিয়ে বাংলাভাষীদের মনে স্থায়ী স্থান করে নিয়েছেন তিনি। তিনি চলচ্চিত্রের সঙ্গেও জড়িত ছিলেন। অনেক ছবিতে সঙ্গীতের কাজ করেছেন তিনি। অভিনয়ও করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য ধ্রুব ও সাপুড়ে। Continue reading

ঈদের পর নাদের চৌধুরী’র ছবির শুটিং

2_87618ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য এ বছর অনুদান পেয়েছেন অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। এখন চলছে চিত্রনাট্যের সংশোধনী ও অন্যান্য প্রস্তুতি।

নাদের চৌধুরী বলেন, ‘প্রাথমিক কাজগুলো শেষ করতে এ মাসটা লেগে যাবে। এরপর রোজার মাস। তাই ঈদের পর পরই শুটিং শুরু করব। প্রাথমিকভাবে আমরা এফডিসির পাশাপাশি দুটি আউটডোর লোকেশনে শুটিং করার কথা ভাবছি। একটি বিক্রমপুরে, পদ্মা নদীর আশপাশে। অন্যটি কালীগঞ্জ বা কাপাসিয়ায়, শীতলক্ষ্যার আশপাশে।’

নির্মাতা জানিয়েছেন, উপন্যাসের নাম ‘নদী উপাখ্যান’ হলেও ছবির নাম ভিন্ন হতে পারে। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অভিনেতা-অভিনেত্রীদের নামের চূড়ান্ত তালিকাও মহরতেই ঘোষণা করবেন। আর ছবি মুক্তি দিতে চান আগামী বছরের প্রথম দিকে।

 

 

আজীবন সম্মাননায় শর্মিলী আহমেদ

23839_e5আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলী আহমেদ। ক্রিয়েটিভ মিডিয়া লি.-বিনোদন ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। Continue reading

চলচ্চিত্র উৎসব ও চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

বাংলাদেশBFAAAcard ফিল্ম আর্কাইভের তিন যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসব ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত উৎস অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত। Continue reading

মৌসুমীর ‘শূন্য হৃদয়’

254‘শূন্য হৃদয়’ নামে নিজের পরিচালনায় তিন নম্বর ছবির শুটিং শুরু করলেন মৌসুমী। সম্প্রতি বান্দরবানের বিভিন্ন লোকেশনে ছবির তিনটি গানের শুটিং করে ঢাকায় ফিরেছেন। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমানের কাহিনী নিয়ে নির্মীয়মান ‘শূন্য হৃদয়’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও ফেরদৌস Continue reading

ভারতীয় ছবি নিয়ে ফারুকী’র ফেসবুক স্ট্যাস্টাস

10014544_733076690065822_2014784064_nভারতীয় ছবি আমদানি প্রসঙ্গে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী শনিবার সকালে ফেসবুকে একটি স্ট্যাস্টাস দিয়েছেন। নিচে গুরুত্বপূর্ণ স্ট্যাস্টাটটি হুবহু তুলে ধরা হলো- Continue reading