বাংলাদেশে গত কয়েক বছরে নতুন ট্রেন্ড দেখা দিয়েছে। বড় তারকা বা বড় বাজেটের সিনেমা মুক্তি পেলে সপ্তাহ পার হওয়ার আগে সিনেমা হিট, সর্বকালের সেরা আয়ের সিনেমাকে হারিয়ে দিয়েছে— এমন শিরোনাম সংবাদমাধ্যমে দেখা যায়। আবার প্রতিদ্বন্দ্বী সিনেমাগুলো নিয়ে ভাগ হয়ে যায় সংবাদমাধ্যম। তখন কোনো একটি সিনেমাকে ফ্লপ দেখানোর প্রতিযোগীও দেখা যায়। বিপরীতে পক্ষ নেয়া সংবাদমাধ্যম জানায় সিনেমাটি হিট। আবার সরেজমিন খোঁজ না নিয়ে অনেকে ছাপিয়ে দেন প্রযোজনা প্রতিষ্ঠানে সংবাদ বিজ্ঞপ্তি। যা সর্বশেষ ঈদেও দেখা গেছে।
News Category: ফিচার
এবার কী দেখাবেন শাকিব-জয়া (টিজার)
শাকিব খান ও জয়া আহসান। জুটি হিসেবে চমকপ্রদ বলতে হবে। শাকিবের দর্শকরা জয়াকে খুশি মনে গ্রহণ করেন। কারণ জনপ্রিয়তা ও স্ট্যাটাসের দিক থেকে জয়ার হাইট ইতোমধ্যে দেশের বাইরেও ছড়িয়েছে। তারপরও প্রশ্ন থাকে শাকিব অভিনীত ফর্মুলা সিনেমার সঙ্গে জয়া কতটা মানানসই। সে সম্পর্কে মন্তব্য করার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কারণ এখনো মুক্তি পায়নি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’। Continue reading
দেখতে যেমন শাকিব-তিশা
দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এক গডফাদার। এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে টিভি চ্যানেলের প্রতিবেদক সিমি। তা জেনে যায় সন্ত্রাসী চক্র। প্রতিবেদন জমা দেওয়ার আগেই সিমির ওপর নেমে আসে নির্মম অত্যাচার। সিমি ও তার পরিবারের সব সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। সিমিকে হারিয়ে তার ভালোবাসার মানুষটি উন্মাদ। সে খুঁজতে থাকে সেই গডফাদারকে।
এমনই গল্পে নির্মিত হচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’। আর এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন শাকিব খান ও তিশা। এখানে তিশা অভিনয় করছেন টিভি সাংবাদিক চরিত্রে। Continue reading
জসিম আছেন, থাকবেন
ভিলেন হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। ক্রমে নায়ক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে ধরা হয় বাংলাদেশের অ্যাকশন ধারার চলচ্চিত্রের অন্যতম প্রবর্তক। তিনি আর কেউ নন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও মুক্তিযোদ্ধা জসিম। ১৯৯৮ সালের এ দিনে (৮ অক্টোবর) তিনি ঢাকায় মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। তার প্রতি বিএমডিবির পক্ষ থেকে শ্রদ্ধা। কর্মগুণে বলতে হয় বাংলা চলচ্চিত্রে তিনি আছেন, থাকবেন।
তার পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। তিনি ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে লড়াই করেন।
১৯৭২ সালে ‘দেবর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে জসিমের আত্মপ্রকাশ। এ ছবিতে তার অভিনয় পরিচালকদের বিশেষ আকর্ষণ করে। অল্পদিনের মধ্যেই চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ১৯৭৩ সালে ‘রংবাজ’ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করেন। জসিম তার দুই বন্ধু আরমান ও মাহবুবকে নিয়ে গড়ে তুলেন জেমস ফাইটিং গ্রুপ। গ্রুপটি চলচ্চিত্রের মারপিট পরিচালনা ও স্ট্যান্ট সরবরাহ করত।
ভিলেন হিসেব অভিনয় করেন দেওয়ান নজরুলের বারুদ, আসামি হাজির, ওস্তাদ সাগরেদ, জনি, কুরবানিসহ অনেক হিট ছবিতে। মুম্বাইয়ের চলচ্চিত্র ‘শোলে’ এর আদলে ঢাকায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’। আমজাদ খানের চরিত্রে অভিনয় করেন জসিম। ১৯৮০ এর দশকের শুরুর দিকে সুভাষ দত্তের পরিচালনায় ‘সবুজ সাথী’ ছবির মাধ্যমে তিনি নায়ক হয়ে পর্দায় হাজির হন। ভিলেন থেকে নায়ক চরিত্রে এসেও ব্যাপক সাফল্য পান। তিনি ববিতা, সুচরিতা, শাবানা, রোজিনা, নাসরিনসহ সেই সময়ের সফল নায়িকাদের বিপরীতে অভিনয় করেন।
জসিম অভিনীত উল্লেখযোগ্য ছবি হল রাজ দুলারী, দোস্ত দুশমন, তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, ভাইবোন, মেয়েরাও মানুষ, পরিবার, রাজা বাবু, বুকের ধন, স্বামী কেন আসামি, লাল গোলাপ, দাগী, টাইগার, হাবিলদার।
জসিমের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’র নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে চিত্রনায়িকা নাসরিনকে বিয়ে করেন। তার নামে বিএফডিসি’র ২ নং ফ্লোরের নামকরণ করা হয়েছে।
এক সিনেমায় ১০ হাজার প্রযোজক
বিশ্বের অনেক দেশে গণঅর্থায়নে সিনেমা নির্মিত হয়েছে। যা বেশ ফলপ্রসু। এবার বাংলাদেশে গণঅর্থায়নে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আবু সাইয়ীদ। আর সিনেমাটির নাম ‘সংযোগ’। এতে লগ্নি করবেন ১০ হাজারের বেশি ব্যক্তি।
এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) শাহবাগের কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরি হলে ‘গণঅর্থায়ন :স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন আহমাদ মাযহার। তিনি বলেন, ‘গণঅর্থায়নে চলচ্চিত্র নির্মাণ নতুন ধারণা নয়, বিশ্বের অনেক দেশেই হয়েছে, পাশের দেশ ভারতেও হয়েছে। আমাদের দেশেও অনানুষ্ঠানিকভাবে হয়েছে। তারেক মাসুদ আদম সুরত করতে গিয়ে কাছের অনেকের কাছ থেকেই অর্থ সংগ্রহ করেছেন।’
ফেরদৌসের রূপ বদলের সঙ্গী নিঝুম
মানুষের জীবন চলমান। তাই তাকে কোনো একটা রূপে বেঁধে রাখা কঠিন। কথায় আছে, বেঁচে থাকলে মানুষ বদলাই। এই যেমন ফেরদৌস। তবে বাস্তবে নন, সিনেমায়। নাম ‘মেঘকন্যা’। পরিচালনা করবেন মিনহাজ অভি। Continue reading
অস্থিরতা উইকেট পতনের কারণ : ফারুকী
সোমবার ঢাকায় এসেছেন বলিউডের দুই চলচ্চিত্র ব্যক্তিত্ব— রমেশ সিপ্পি ও মুকেশ ভাট। তাদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের তথ্যমন্ত্রণালয়। মঙ্গলবার তারা তথ্যমন্ত্রণালয়ে বৈঠক করেন। সেখানে বাংলাদেশের কলা-কুশলীরা যৌথ প্রযোজনায় আগ্রহ দেখায়। অন্যদিকে বলিউডের আগ্রহ আমদানি-রফতানি। সভা শেষে জানা যায় দুই দেশের চলচ্চিত্রের উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠিত হয়েছে। Continue reading
এফডিসিতে দুর্নীতি, ফাঁসলেন পীযূষ
ফিল্ম ডেভলপমেন্ট করপোরেশনের (এফডিসি) ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা আত্মসাতের ঘটনায় ফাঁসলেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনুসন্ধানে এফডিসির মালামাল ক্রয়ের মাধ্যমে এই টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি ও এক মালয়েশীয় নাগরিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। Continue reading
আদিল আর নেই
‘রান আউট’ টিজার ও গানে নতুন সজল
টিভি পর্দার জনপ্রিয় মুখ সজল বড়পর্দায় একদম আনকোরা— তা নয়। বছর ৭-৮ আগে ইমপ্রেস টেলিফিল্মের ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। নায়িকা ছিলেন লাক্স তারকা বাঁধন। তবে সিনেমাটি শুধু টেলিভিশন প্রিমিয়ারে সীমাবদ্ধ ছিল। এবার আসছেন একদম নতুন রূপে। বড় পরিসরে মুক্তি পাবে তার দ্বিতীয় সিনেমা। Continue reading