Select Page

এক সিনেমায় ১০ হাজার প্রযোজক

এক সিনেমায় ১০ হাজার প্রযোজক

SONGJOK1-01-thereport24

বিশ্বের অনেক দেশে গণঅর্থায়নে সিনেমা নির্মিত হয়েছে। যা বেশ ফলপ্রসু। এবার বাংলাদেশে গণঅর্থায়নে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আবু সাইয়ীদ। আর সিনেমাটির নাম ‘সংযোগ’। এতে লগ্নি করবেন ১০ হাজারের বেশি ব্যক্তি।

এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) শাহবাগের কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরি হলে ‘গণঅর্থায়ন :স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন আহমাদ মাযহার। তিনি বলেন, ‘গণঅর্থায়নে চলচ্চিত্র নির্মাণ নতুন ধারণা নয়, বিশ্বের অনেক দেশেই হয়েছে, পাশের দেশ ভারতেও হয়েছে। আমাদের দেশেও অনানুষ্ঠানিকভাবে হয়েছে। তারেক মাসুদ আদম সুরত করতে গিয়ে কাছের অনেকের কাছ থেকেই অর্থ সংগ্রহ করেছেন।’

2015_07_06_03_38_24_wdYF3i7WPS6ToLctXxhgGVNKcSv6SP_original

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক বলেন, ‘একজন কবি কাগজ কলম পেলেই কবিতার চর্চা করতে পারেন, কিন্তু চলচ্চিত্রের চর্চা অনেকটাই পুঁজির কাছে জিম্মি। এই শিল্প মাধ্যমটি অর্থ লগ্নির ওপর নির্ভর করে। তাই আবু সাইয়ীদের এই উদ্যোগটি এদেশের চলচ্চিত্র চর্চায় নতুন ধারা যুক্ত করতে পারে, তাই আবু সাইয়ীদের পাশে সবাইকে থাকতে হবে। আবু সাইয়ীদ ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবো, সফল হলে সবাই সফল হবো। নির্মাতা আবু সাইয়ীদ ‘সংযোগ’ ছবিটি ১০ হাজারের বেশির চলচ্চিত্রপ্রেমীদের অর্থায়নে নির্মাণ করবেন।’


মন্তব্য করুন