ট্রিভিয়া
- সেন্টমার্টিনসে নায়কের পরাবাস্তব চিন্তাকে ধারণ করতে সেখানে নিয়ে যাওয়া হয় একটি ঘোড়া। কিন্তু কাজ হলো না। টেকনাফ থেকে আনা হয় আরেকটি ঘোড়া। সেটায়ও কাজ না হওয়ায় কঙ্বাজার থেকে সংগ্রহ করতে হয় আরো একটি ঘোড়া। জাহাজ থেকে কোনোভাবেই ঘোড়াটি নামানো যাচ্ছিল না। নামতে গিয়ে ঘোড়াটি আহত হয়। ঘোড়া-জটিলতায় শুটিং বন্ধ থাকে পাঁচ দিন।
- 'জলরং'-এর শুটিং শুরু হয় ২০০৯ সালের মার্চ মাসে।
- শুরুতে কাকলী-কে একটি পাণ্ডুলিপি পড়তে দেন একজন কাহিনীকার ও প্রযোজক। সেই পাণ্ডুলিপি প্রায় আমূল পাল্টে তিনি নিজস্ব ঘরানায় করেন নতুন পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি পড়ে প্রযোজক বললেন, 'স্ক্রিপ্ট চমৎকার। কিন্তু আগের গল্পের সঙ্গে তো মিল থাকল না।' ছবি তৈরির সব কিছুই প্রায় চূড়ান্ত। কাজ শুরুর আগমুহূর্তে প্রযোজক হঠাৎ জানান, তিনি বিনিয়োগ করবেন না। বাধ্য হয়ে নিজেই ছবিটি প্রযোজনা করেন কাকলী।