ট্রিভিয়া
- ছবিতে প্রথমে ইমনের অভিনয় করার কথা থাকলেও পরপর তিন ছবিতে ইমনকে দেখে একঘেয়ে লাগবে এই আশংকায় নিরবকে নেয়া হয়। নিরব ও মেহজাবিন কিছুদিন শ্যুটিংও করেন। কিন্তু ২০১৫ সালের আগস্ট মাসে জানা যায় ছবি থেকে নিরব এবং মেহজাবিনকে বাদ দেয়া হয়েছে।
- মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুবোশহর' ছবিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন প্রথম আলোকে জানান, যদিও তিনি পরবাসিনী নামে একটি ছবির শ্যুটিং করেছিলেন কিছুদিন, কিন্তু এখন সেই ছবির কোন খবর নেই বলে ‘ডুবোশহর’ই তার প্রথম ছবি। অন্যদিকে পরবাসিনী ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাস্কর দে জনি ছবির ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে জানান, শ্যুটিং এর জন্য মেহজাবিনকে ফোন ও এসএমএস দেয়া হলেও মেহজাবিন কোন উত্তর দেন নি, ফলে তাকে বাদ দিয়েই শ্যূটিং হয়েছে। জনি আরও জানান, পরবাসিনী ছবির ৮/১০ জন এলিয়েন চরিত্রের একজন মেহজাবিন একজন এবং মেহজাবিন কোন প্রধান চরিত্র নন।