← নগর মাস্তান

ট্রিভিয়া

  1. নগর মাস্তান অশ্লীলতার অভিযোগে বারবার সেন্সরবোর্ডে আটকে গিয়েছে।অশ্লীল দৃশ্য, ভারতীয় ছবির একটি গানের অনুকরণ, অতিরিক্ত সহিংস দৃশ্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ আনা হয়। দুইবার প্রদর্শনের অযোগ্য ঘোষনার পর তৃতীয়বারে বেশ কিছু দৃশ্য কর্তন করে জমা দেয়ার পর ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে।
  2. নগর মাস্তান ছবির মাধ্যমে তিতান চৌধুরী তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন।
  3. ২০১৪ সালের ২১ আগস্ট মাসে বিএফডিসির এক নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। নগর মাস্তানের নাম প্রথমে হিটার রাখা হলেও পরে নাম পরিবর্তন করা হয়।