সিনেমা পর্যালোচনা : ইউ – টার্ন
শিপনের নয় , ভারসেটাইল মিডিয়ার ইউ – টার্ন , হলেও হতে পারতো বাংলা সিনেমার ইউ – টার্ন
আমি প্রতিবারের মত এবারেও বলাকা সিনেমা হলে মর্নিং শোতে সিনেমা দেখে ফেললাম । সিনেমার নায়ক শিপন সহ সিনেমাটির সাথে জড়িত বেশ কয়েকজন হলে উপস্থিত ছিলেন ।
সিনেমার শুরুতেই লেখা উঠল ” Highly Inspired from Mario Puzo ”
আমার মনে হল , যাক বাংলা সিনেমা তাহলে অবশেষে দক্ষিনী সিনেমা বাদ দিয়ে উপরের লেভেলের কিছু জিনিস থেকে ইন্সপিরেশন নিতে শিখেছে । সিনেমা শেষ হবার পরেও আমি একই কথা বলব ।
ইউ টার্ন এমন একটি সিনেমা , যেটি দেখার পর অনেকদিন পর বলতে পারলাম একটি বাংলা একশন ধর্মী সিনেমা তেলুগু তামিল সিনেমার ধুম ধারাক্কা মারপিত ও ফালতু মশালা থেকে বের হয়ে আসতে চেষ্টা করেছে ।
সিনেমার কাহিনী গড়ে উঠেছে দুইটি আন্ডার ওয়ার্ল্ড গ্যাং কে কেন্দ্র করে । প্রথম অর্ধেক বেশ ধীর গতিতে এগিয়েছে , কিন্তু ২য় অর্ধেক বেশ ভালো ছিল । এই সিনেমা কারও কাছে নাটক বলে মনে হতে পারে , কারণ অমুক তমুক খানের সিনেমার মত মশালা এখানে পাবেন না । কিন্তু আমার কাছে ইউ টার্ন হল একটি উৎকৃষ্ট আন্ডার ওয়ার্ল্ড ক্রাইম সিনেমার উদাহরণ ।
আমি স্পয়লার করতে চাই না , তাই কাহিনী বলব না , সিনেমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো ।
সবার আগে বলতে হয় চিত্র নাট্য ও সংলাপ নিয়ে । হোক , মারিও পুজোর প্রচুর প্রভাব আছে সিনেমার প্লটে , তারপরেও ইউ টার্নের কাহিনী বেশ জমাটি ছিল , সংলাপ কিছু কিছু জায়গায় জাস্ট অনবদ্য । ” কালো টাকা সাদা করার বেস্ট উপায় হল মিডিয়াতে ইনভেস্ট করা ” “আপনার ভাইকে ডেকে আনা আপনার মাথা ব্যাথা । এই জিনিস (বন্দুক) যার হাতে থাকে তার কোন দায়িত্ব থাকে না ”
” মিডিয়াকে তোমাদের বিয়ের সংবাদ দিলাম যেন তারা দিশেহারা হয়ে যায় বোমাবাজির নিউজ বেশি কাভার করবে না তোমাদের বিয়ের নিউজ ” এরকম অনেকগুলি চমকপ্রদ সংলাপ ছিল এই সিনেমায়।
এমন একটি ক্রাইম থ্রিলার সিনেমায় বেশ কিছু চমকপ্রদ টুইস্ট থাকা দরকার । এই সিনেমা সেই ক্ষেত্রে সফল । অন্তত ২ টি টুইস্ট আমি নিজেই প্রেডিক্ট করতে পারি নাই !! ‘
সিনেমার গান সবগুলো শ্রুতি মধুর । গানের পাশাপাশি কোরিওগ্রাফিও চমৎকার । মিশা সওদাগরের আস্তানায় করা গানটির কোরিওগ্রাফিও বেশ ভালো ছিল । আইটেম সং এমনটাই হওয়া উচিৎ ।
সিনেমার পরিচালক প্রচুর খেটেছেন । তাকে আমি লাল সালাম দেই । ডিরেকশনের পাশাপাশি ক্যামেরার কাজ বেশ ভালো হয়েছে । ক্যামেরার কাজ নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়েছে । সব ক্ষেত্রে ভালো হয়নি , তবে অন্য পাঁচটা বাংলা সিনেমার তুলনায় বেশ ভালো ছিল ।
এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট শহিদুজ্জামান সেলিম । অসাধারন অভিনয় করেছেন । আর মিশা সওদাগর যে বস সেটা তিনি আবার প্রমাণ করেছেন । আরশাদ আদনানও খারাপ করেননি তার চরিত্রে । সোনিয়া খুব চমৎকার অভিনয় করেছেন । ভালো লাগে নি আইরিন , রুমা ও সাজ্জাদের অভিনয় ।
এবার আসি শিপনের ব্যাপারে । শিপন আমাকে চরমভাবে হতাশ করছে । জড় বস্তুর অভিনয় শিপনের চেয়ে ভালো হবে । ইউ টার্নের নেগেটিভ পয়েন্ট শিপন । প্রথম অর্ধেক সময় বুঝতেই পারি নি নায়ক কি আসলে শিপন , নাকি শহিদুজ্জামান সেলিম । শিপনের অভিনয় দেখে মনে হল ওকে জোর করে বাধ্য করা হয়েছে এই সিনেমায় অভিনয় করতে !!! আমি শিপনের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলব , ভাই আপনি আগে যত্ন করে অভিনয় শিখেন , তারপর সিনেমায় আসেন । শিপনের জায়গায় আরেফিন শুভ বা অনন্ত জলিল অভিনয় করলে ইউ টার্ন ব্লক ব্লাস্টার হইতে পারতো ।
ইউ টার্নের এন্ডিং আমার ভালো লাগে নাই ।
তবে ইউ টার্ন – ২ আসবে বলে সিনেমার শেষে বলা হইসে । আমি সেটা দেখার অপেক্ষায় থাকব ।
সবশেষে বলব ইউ টার্ন সবার দেখা দরকার । কারণ শিপনের ক্যারিয়ারের না হলেও ভারসেটাইল মিডিয়ার ইউ টার্ন অচিরেই ঘটবে এবং আমার বিশ্বাস তারা বাংলা সিনেমায় ভালো অবদান রাখতে পারবে ।
আমি ইউ টার্নকে দিবো ১০ এ ৭ ।
সিনেমা পর্যালোচনা : ইউ – টার্ন
শিপনের নয় , ভারসেটাইল মিডিয়ার ইউ – টার্ন , হলেও হতে পারতো বাংলা সিনেমার ইউ – টার্ন
আমি প্রতিবারের মত এবারেও বলাকা সিনেমা হলে মর্নিং শোতে সিনেমা দেখে ফেললাম । সিনেমার নায়ক শিপন সহ সিনেমাটির সাথে জড়িত বেশ কয়েকজন হলে উপস্থিত ছিলেন ।
সিনেমার শুরুতেই লেখা উঠল ” Highly Inspired from Mario Puzo ”
আমার মনে হল , যাক বাংলা সিনেমা তাহলে অবশেষে দক্ষিনী সিনেমা বাদ দিয়ে উপরের লেভেলের কিছু জিনিস থেকে ইন্সপিরেশন নিতে শিখেছে । সিনেমা শেষ হবার পরেও আমি একই কথা বলব ।
ইউ টার্ন এমন একটি সিনেমা , যেটি দেখার পর অনেকদিন পর বলতে পারলাম একটি বাংলা একশন ধর্মী সিনেমা তেলুগু তামিল সিনেমার ধুম ধারাক্কা মারপিত ও ফালতু মশালা থেকে বের হয়ে আসতে চেষ্টা করেছে ।
সিনেমার কাহিনী গড়ে উঠেছে দুইটি আন্ডার ওয়ার্ল্ড গ্যাং কে কেন্দ্র করে । প্রথম অর্ধেক বেশ ধীর গতিতে এগিয়েছে , কিন্তু ২য় অর্ধেক বেশ ভালো ছিল । এই সিনেমা কারও কাছে নাটক বলে মনে হতে পারে , কারণ অমুক তমুক খানের সিনেমার মত মশালা এখানে পাবেন না । কিন্তু আমার কাছে ইউ টার্ন হল একটি উৎকৃষ্ট আন্ডার ওয়ার্ল্ড ক্রাইম সিনেমার উদাহরণ ।
আমি স্পয়লার করতে চাই না , তাই কাহিনী বলব না , সিনেমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো ।
সবার আগে বলতে হয় চিত্র নাট্য ও সংলাপ নিয়ে । হোক , মারিও পুজোর প্রচুর প্রভাব আছে সিনেমার প্লটে , তারপরেও ইউ টার্নের কাহিনী বেশ জমাটি ছিল , সংলাপ কিছু কিছু জায়গায় জাস্ট অনবদ্য । ” কালো টাকা সাদা করার বেস্ট উপায় হল মিডিয়াতে ইনভেস্ট করা ” “আপনার ভাইকে ডেকে আনা আপনার মাথা ব্যাথা । এই জিনিস (বন্দুক) যার হাতে থাকে তার কোন দায়িত্ব থাকে না ”
” মিডিয়াকে তোমাদের বিয়ের সংবাদ দিলাম যেন তারা দিশেহারা হয়ে যায় বোমাবাজির নিউজ বেশি কাভার করবে না তোমাদের বিয়ের নিউজ ” এরকম অনেকগুলি চমকপ্রদ সংলাপ ছিল এই সিনেমায়।
এমন একটি ক্রাইম থ্রিলার সিনেমায় বেশ কিছু চমকপ্রদ টুইস্ট থাকা দরকার । এই সিনেমা সেই ক্ষেত্রে সফল । অন্তত ২ টি টুইস্ট আমি নিজেই প্রেডিক্ট করতে পারি নাই !! ‘
সিনেমার গান সবগুলো শ্রুতি মধুর । গানের পাশাপাশি কোরিওগ্রাফিও চমৎকার । মিশা সওদাগরের আস্তানায় করা গানটির কোরিওগ্রাফিও বেশ ভালো ছিল । আইটেম সং এমনটাই হওয়া উচিৎ ।
সিনেমার পরিচালক প্রচুর খেটেছেন । তাকে আমি লাল সালাম দেই । ডিরেকশনের পাশাপাশি ক্যামেরার কাজ বেশ ভালো হয়েছে । ক্যামেরার কাজ নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়েছে । সব ক্ষেত্রে ভালো হয়নি , তবে অন্য পাঁচটা বাংলা সিনেমার তুলনায় বেশ ভালো ছিল ।
এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট শহিদুজ্জামান সেলিম । অসাধারন অভিনয় করেছেন । আর মিশা সওদাগর যে বস সেটা তিনি আবার প্রমাণ করেছেন । আরশাদ আদনানও খারাপ করেননি তার চরিত্রে । সোনিয়া খুব চমৎকার অভিনয় করেছেন । ভালো লাগে নি আইরিন , রুমা ও সাজ্জাদের অভিনয় ।
এবার আসি শিপনের ব্যাপারে । শিপন আমাকে চরমভাবে হতাশ করছে । জড় বস্তুর অভিনয় শিপনের চেয়ে ভালো হবে । ইউ টার্নের নেগেটিভ পয়েন্ট শিপন । প্রথম অর্ধেক সময় বুঝতেই পারি নি নায়ক কি আসলে শিপন , নাকি শহিদুজ্জামান সেলিম । শিপনের অভিনয় দেখে মনে হল ওকে জোর করে বাধ্য করা হয়েছে এই সিনেমায় অভিনয় করতে !!! আমি শিপনের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলব , ভাই আপনি আগে যত্ন করে অভিনয় শিখেন , তারপর সিনেমায় আসেন । শিপনের জায়গায় আরেফিন শুভ বা অনন্ত জলিল অভিনয় করলে ইউ টার্ন ব্লক ব্লাস্টার হইতে পারতো ।
ইউ টার্নের এন্ডিং আমার ভালো লাগে নাই ।
তবে ইউ টার্ন – ২ আসবে বলে সিনেমার শেষে বলা হইসে । আমি সেটা দেখার অপেক্ষায় থাকব ।
সবশেষে বলব ইউ টার্ন সবার দেখা দরকার । কারণ শিপনের ক্যারিয়ারের না হলেও ভারসেটাইল মিডিয়ার ইউ টার্ন অচিরেই ঘটবে এবং আমার বিশ্বাস তারা বাংলা সিনেমায় ভালো অবদান রাখতে পারবে ।
আমি ইউ টার্নকে দিবো ১০ এ ৭ ।
ফালতু কাহিনী।
টাকা এবং সময় ২ টাই নষ্ট হয়েছে আমার।