← দাবাং

ট্রিভিয়া

  1. চলচ্চিত্রটি মুক্তির পরপরই দর্শকরা চলচ্চিত্রটির বিরুদ্ধে অশ্লীলতা ও নকলের অভিযোগ এনে সমালোচনার ঝড় তোলেন। সালমান খান অভিনীত বলিউড ছবি ‘দাবাং' এর নাম নকল করা এ ছবিটি নিয়ে সমালোচনা ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। দর্শক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতারা ছবিটি মুক্তি দেয়ার কারণে সেন্সর বোর্ডের সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
  2. দাবাং ২০১৩ সালের ১৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে পিছিয়ে দেয়া হয়।
  3. দাবাং চলচ্চিত্র নকল ও অশ্লীল বলে কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হওয়ায় সংক্ষুব্ধ হয়ে চলচিত্রটির প্রযোজক আতিকুর রহমান লিটন ২১ জানুয়ারী মঙ্গলবার কাকরাইলে নাদিম ফিল্মস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাত ৯টায় পূর্ণিমা হলে দাবাং চলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানান সাংবাদিকদের।
  4. চলচ্চিত্রটি মুক্তি দেয়া প্রসঙ্গে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান জানান, ‘সেন্সরবোর্ড কোন ধরণের অশ্লীল চলচ্চিত্র মুক্তি দেয় না। কোন ধরণের অশ্লীলতাকে প্রশ্রয়ও দেয় না। দাবাং চলচ্চিত্রটি প্রসঙ্গেও একই কথা। আমরা যখন ছাড়পত্র দিয়েছি তখন চলচ্চিত্রটিতে অশ্লীল কিছু পাইনি। কিন্তু তারা যদি পরবর্তিতে কিছু যুক্ত করে থাকে তবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।'
  5. ‘দাবাং' চলচ্চিত্রটিতে নামের সাথে যেসব গানের নকল পাওয়া গেছে সেগুলো হল- ১.রাউডি রাঠোরের ‘চিকনি কোমর পে তেরি মেরা দিল ফিসাল গেয়া' ২. ডার্টি পিকচারের ‘উলালা ওলালা' ৩. রাচ্চা সিনেমার ‘বানা বানা' ৪. পাগলু-২ এর ‘পাগলু থোড়া সা করলে রোমান্স
  6. অশ্লীলতা ও নকল বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে জায়েদ খান তার ফেসবুক পেইজে লিখেন- বন্ধুরা, আমি দাবাং মুক্তির পর দুই-তিন দিন ধরে দেখছি ছবিটির পোস্টার ও ট্রেলার নিয়ে বিভিন্নজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাছে। কিন্তু আমি জায়েদ খান বলছি, এ ছবিতে আমি কোন অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি।ছবিটির গল্প যখন আমাকে শোনানো হয় তখন গল্পটি ভালো ছিল এবং আমি ভালো দৃশ্যে আমার চরিত্রটিতে অভিনয় করি। পরে এ ছবিটির আমার অভিনীত অংশটুকু ছাড়া যে দৃশ্য ধারণ করা হয়, পোস্টার তৈরি করা হয় তার সব দায়দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। আর এ ছবির দায়দায়িত্ব সেন্সর বোর্ডকে বহন করতে হবে। আমি আমার চলচ্চিত্রের ক্যারিয়ারে এমন কোন ছবিতে অভিনয় করিনি যা অশ্লীল মনে হয়, আমি বরাবরই এর বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমি আমার সকল বন্ধু-বান্ধব ও ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, ভবিষ্যতে আমি এই ধরনের পরিচালক ও প্রযোজকের কোন ছবিতে অভিনয় করব না এবং এই ধরনের ছবি ও পোস্টারের জন্য আমি দুঃক্ষিত ও লজ্জাবোধ করছি।