কাহিনী সংক্ষেপ
নমুনা ছবিটি নির্মিত হয়েছে একটি স্কুলকে কেন্দ্র করে। স্কুলটি প্রতিষ্ঠা করেন দুজন ব্যক্তি। তারা মারা যাওয়ার পর স্কুলের দাবিদার হন দুই ব্যক্তির মেয়ে ও স্ত্রী। মেয়ে ও স্ত্রী স্কুল পরিচালনা নিয়ে লড়াইয়ে লিপ্ত হন।
নমুনা ছবিটি নির্মিত হয়েছে একটি স্কুলকে কেন্দ্র করে। স্কুলটি প্রতিষ্ঠা করেন দুজন ব্যক্তি। তারা মারা যাওয়ার পর স্কুলের দাবিদার হন দুই ব্যক্তির মেয়ে ও স্ত্রী। মেয়ে ও স্ত্রী স্কুল পরিচালনা নিয়ে লড়াইয়ে লিপ্ত হন।
|
|
কাফি খান | |
|
|
চম্পা | |
|
|
গাজী রাকায়েত | |
|
|
কাজী শাহীর হুদা রুমী |
| কাহিনী | এনামুল করিম নির্ঝর |
| চিত্রনাট্য | এনামুল করিম নির্ঝর |
| সংলাপ | এনামুল করিম নির্ঝর |
| সঙ্গীত পরিচালক | দেবজ্যোতি মিশ্র |
| সুরকার | - |
| গীতিকার | এনামুল করিম নির্ঝর |
| ফরম্যাট | ৩৫ মি.মি. |
| রং | রঙিন |
| দৈর্ঘ্য (রান টাইম) | ১০৭ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
এডমিন ভাই প্লিজ বলবেন, এখন এই ছবির বর্তমান অবস্থা কী ?
যদি এই দেশে কোনদিন তত্বাবধায়ক সরকার আসে তাহলে এই ছবি মুক্তি পেতে পারে। নাহয় এই ছবির এখানেই সমাপ্তি।