মাহিয়া মাহি, যার চলচ্চিত্র জীবন শুরু “ভালবাসার রঙ” দিয়ে। তার অন্য একটি রুপ দেখে সিনেমা হলের দর্শকগন যেন একটু থমকে গেল আজকের এই ভালবাসা দিবসে। জি হ্যা, অগ্নি সিনেমাতে পুরোপুরি অ্যাকশান লেডির চরিত্রে অভিনয় করে গেল আর মুগ্ধ করল উপস্থিত দর্শকগনকে। শুরুতেই ছবির ডিরেক্টরকে (ইফতেকার চৌধুরী) খুন করে মুভির কাহিনি শুরু। কিন্তু না, মোটেও মুভির কোন ব্যাঘাত ঘটেনি, বরং বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছে ইফতেকার চৌধুরী। পুরো সিনেমার কাস্টিং এবং লোকেশন সিলেকশন খুব সুন্দর। প্রত্যেকেই ভাল অভিনয় করেছে। বিশেষ করে আরেফিন শুভ। কমেডি আর অ্যাকশান এ বরাবরই সে ভাল। মুভির কাহিনি বেশ জোরদার। এক কথায় বাংলা সিনেমার দিন পাল্টাচ্ছে বলাই যায়। কিন্তু…………… কিছু কিছু বিষয়ের দিকে ডিরেক্টর এর লক্ষ্য রাখা প্রয়োজন। তাহল —
১. ডায়লগ আর একটু জোরদার এবং ডাবিং এর কোন ত্রুটি রাখলে চলবে না।
২. ব্যাকগ্রাউন্ড মিউজিক এর মিউজিক এর দিকে খেয়াল রাখা প্রয়োজন।
৩. কাহিনি অনুযায়ী মুভির দৈর্ঘ্য অনেক বেশি যেন না হয়। (৫ টা গানের যায়গায় ৩ টা গান ব্যবহার করলে ভাল হত।)
৪. বিদেশি ভাষা ভাষা ব্যবহার করলে অবশ্যই সাবটাইটেল দিতে হবে।
সমালোচনা করলে অনেক কথা বলা যায় । কিন্তু, ‘অগ্নি’ চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটা মাইলফলক হিসেবেই থাকবে ! অন্তত মেকিং-য়ের জন্য ! কাহিনী ও অন্যান্য বিষয় নিয়ে কিছু বলে নেগেটিভিটি না ছড়ানোই ভালো । একটা কথাই বলবো, যারা দেখেননি… দয়া করে হলে গিয়ে দেখে আসুন । ভালো লাগবে 🙂
দেখার অপেক্ষায় রইলাম।
পোস্টার দেখে ভিন্ন মনে হচ্ছে। দেখতে হবে। অপেক্ষায় থাকলাম।
ইফতেখার এর মুভি তো ভালো হয়, দেখি এবার কি ঘটে?
let’s see…
মাহিয়া মাহি, যার চলচ্চিত্র জীবন শুরু “ভালবাসার রঙ” দিয়ে। তার অন্য একটি রুপ দেখে সিনেমা হলের দর্শকগন যেন একটু থমকে গেল আজকের এই ভালবাসা দিবসে। জি হ্যা, অগ্নি সিনেমাতে পুরোপুরি অ্যাকশান লেডির চরিত্রে অভিনয় করে গেল আর মুগ্ধ করল উপস্থিত দর্শকগনকে। শুরুতেই ছবির ডিরেক্টরকে (ইফতেকার চৌধুরী) খুন করে মুভির কাহিনি শুরু। কিন্তু না, মোটেও মুভির কোন ব্যাঘাত ঘটেনি, বরং বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছে ইফতেকার চৌধুরী। পুরো সিনেমার কাস্টিং এবং লোকেশন সিলেকশন খুব সুন্দর। প্রত্যেকেই ভাল অভিনয় করেছে। বিশেষ করে আরেফিন শুভ। কমেডি আর অ্যাকশান এ বরাবরই সে ভাল। মুভির কাহিনি বেশ জোরদার। এক কথায় বাংলা সিনেমার দিন পাল্টাচ্ছে বলাই যায়। কিন্তু…………… কিছু কিছু বিষয়ের দিকে ডিরেক্টর এর লক্ষ্য রাখা প্রয়োজন। তাহল —
১. ডায়লগ আর একটু জোরদার এবং ডাবিং এর কোন ত্রুটি রাখলে চলবে না।
২. ব্যাকগ্রাউন্ড মিউজিক এর মিউজিক এর দিকে খেয়াল রাখা প্রয়োজন।
৩. কাহিনি অনুযায়ী মুভির দৈর্ঘ্য অনেক বেশি যেন না হয়। (৫ টা গানের যায়গায় ৩ টা গান ব্যবহার করলে ভাল হত।)
৪. বিদেশি ভাষা ভাষা ব্যবহার করলে অবশ্যই সাবটাইটেল দিতে হবে।
সবমিলিয়ে অগ্নি সিনেমাটি সবার ভাল লাগবে আশা করি। 🙂
Pingback: অগ্নি: বসন্তের সূচনা | দারাশিকো'র ব্লগ
Pingback: চলচ্চিত্র সমালোচনা: অগ্নি- বসন্তের সূচনা | readers24
মাথা নষ্ট করা মুভি এটা
সমালোচনা করলে অনেক কথা বলা যায় । কিন্তু, ‘অগ্নি’ চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটা মাইলফলক হিসেবেই থাকবে ! অন্তত মেকিং-য়ের জন্য ! কাহিনী ও অন্যান্য বিষয় নিয়ে কিছু বলে নেগেটিভিটি না ছড়ানোই ভালো । একটা কথাই বলবো, যারা দেখেননি… দয়া করে হলে গিয়ে দেখে আসুন । ভালো লাগবে 🙂
Pingback: চলচ্চিত্র পরিচালনা নিয়ে কিছু কথা (পর্ব - ০১) - বাংলা মুভি ডেটাবেজ