কাহিনী সংক্ষেপ
কাজল বড় ঘরের ছেলে। বাবা-মায়ের বিবাহ-বিচ্ছেদ হয়ে গেলে এই কিশোরের চেনাজানা জগৎটা একেবারে তছনছ হয়ে যায়।নানারকম তিক্ততার অভিজ্ঞতা ঘটতে থাকে তার। কাজল কিন্তু এই নতুন পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে। এবং এই খাপ খাইয়ে নেয়ার প্রবণতা থেকেই সে নতুন জীবনে বেঁচে থাকার প্রাণশক্তি লাভ করে। ফাইনাল পরীক্ষা হয়ে গেলে কাজল তার বন্ধুদের সঙ্গে চা বাগানে বেড়াতে যায়। কিন্তু সেখানে এক নতুন বিপত্তি ঘটে কাজলের জীবনে। বাবার অঢেল টাকা থাকার কারণেই চা-বাগান থেকে কাজল ও তার বন্ধুরা অপহৃত হয়। মুক্তিপণের জন্য যখন ওদের আটকে রাখা হয়েছে কাজল তখনও দমে যায় না, বুদ্ধিমত্তার সঙ্গে নতুন পরিস্থিতির মুখোমুখি হয়, কীভাবে পালিয়ে যাওয়া সম্ভব সেটা নিয়ে বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করতে শুরু করে। kajoler dinratri
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।