মুক্তি

পদ্মানদীর মাঝি ছবিতে চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে মুক্তির (Mukti) চলচ্চিত্রে আগমন। কিন্তু তার ব্যাপক পরিচিতি আসে চাঁদের আলো ছবির মাধ্যমে। মুক্তির আরেকটি পরিচয় হল তিনি জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার মেয়ে।

চাঁদের আলো চলচ্চিত্রে মুক্তি যখন অভিনয় করেন তখন তার বয়স মাত্র বারো! উক্ত সিনেমার ‘তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো’ গানটি আজো দর্শক-শ্রোতাদের মুখে মুখে ফিরে। এরপর তিনি একে একে অভিনয় করেন লড়াই, শ্রাবন মেঘের দিনে, হাছন রাজা, রিক্সাওয়ালার প্রেম, দারোয়ানের ছেলে, পিতামাতার আমানত, তুমি আমার স্বামী এবং জগত সংসার ছবিতে।

কিন্তু দ্রুতই চলচ্চিত্র থেকে বিদায় নেন মুক্তি। তার একটি কন্যা সন্তান রয়েছে, নাম কারিমা ইসলাম দরদী। কারিমার দেখাশোনা, পড়াশোনার তদারকি করতে গিয়ে তিনি আর চলচ্চিত্র ক্যারিয়ারের দিকে নজর দিতে পারেননি। এই সময় তিনি দু’একটি টিভিসি ছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে খোলা জানালা, শ্রাবন্তীর ঘর-সংসার, বউ, বউ টুবানির ফুল, হঠাৎ কোনোদিন কখনো, আমি আবার আসব ইত্যাদি।

মুক্তির প্রাক্তন স্বামীর নাম মাসুদ শেখ।

শাহাদাৎ হোসেন লিটন

শাহাদাৎ হোসেন লিটন একজন পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র আত্মপ্রকাশ করেন। তিনি পরিচালক আউয়াল চৌধুরীর সহযোগী হিসেবে ‘জনম জনম’ এবং রানা নাসেরের প্রধান সহকারী হিসেবে ‘অন্যায় অত্যাচার’ ছবিতে কাজ করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রবি মাস্তান’। এরপর তিনি ‘কাবিননামা’, ‘বলো না কবুল’, ‘জীবন মরণের সাথী’, ‘আদরের জামাই’, ও ‘অহংকার’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করেন।

আলিশা প্রধান

আলিশা প্রধান বাংলাদেশের সুপরিচিত মডেল, উপস্থাপক এবং অভিনেত্রী। মূলত উপস্থাপনা ও মডেলিং দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র নায়িকা হিসেবে অভিষিক্ত হন। অবশ্য এর আগে তিনি এইতো ভালোবাসা চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। Continue reading

ফারুক আহমেদ

ফারুক আহমেদ একজন জনপ্রিয় অভিনেতা। হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক-চলচ্চিত্রের নিয়মিত মুখ ফারুক আহমেদ কৌতুক অভিনেতা হিসেবে সুপরিচিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে ফারুক আহমেদের অভিনয় জীবন শুরু। একসময় তিনি মীর মশাররফ হোসেন হলের নাট্য সম্পাদকের দায়িত্বও পালন করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত হন। ঢাকা থিয়েটারের হয়ে তিনি কীত্তনখোলা, কেরামত মণ্ডল, হাত হদাই, যৈবতী কন্যার মন, প্রাচ্য, বনপাংশুল ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত থাকলেও মঞ্চের তুলনায় টিভি পর্দায় বেশি ব্যস্ত সময় পার করছেন। Continue reading

রুম্মান রশীদ খান

রুম্মান রশীদ খান (Rumman Rashid Khan) একজন সাংবাদিক এবং লেখক। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের চিত্রনাট্য লিখার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। Continue reading

সুব্রত

সুব্রত বড়ুয়া বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম অভিনেতা। আশির দশক থেকে তিনি চলচ্চিত্রে নিয়মিতভাবে অভিনয় করছেন।

সুব্রত চলচ্চিত্র সহঅভিনেত্রী দোয়েলকে ভালোবেসে বিয়ে করেন ১৯৮৮ সালে। তাদের দুটি সন্তানের মধ্যে দিঘী  চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারও অর্জন করেন। ২০১১ সালে সুব্রতর স্ত্রী দোয়েল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।