অবন্তী বিশ্বাস অপু বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা। অবশ্য এ নামে খুব অল্প মানুষই চিনে তাকে, সবাই চিনে অপু বিশ্বাস নামে। ২০০৫ সালে ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হলেও পরিচিতি পান শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে। দর্শক এতটাই পছন্দ করেছিল এই জুটিতে যে – অপু বিশ্বাসের বেশিরভাগ ছবির নায়কই শাকিব খান। অবশ্য পরবর্তীতে শাকিব খানকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার মুখেও পড়েন তিনি। Continue reading
News Category:
মৌসুমী
বাংলাদেশি চলচ্চিত্রে প্রিয়দর্শনী অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী (Arifa Parvin Moushumi)। তিনি একই সাথে একজন প্রযোজক, পরিচালক ও গীতিকার। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহ‘র বিপরীতে অভিনয়ের মাধ্যমে মৌসুমী’র বাংলা চলচ্চিত্রে আগমন। এখন পর্যন্ত তিনি ১৫০টির ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।
মৌসুমীর সকল সংবাদ পাবেন এখানে
অভিনয়ের পাশাপাশি এক সময় ছবি প্রযোজনার কথা ভাবেন মৌসুমী। ১৯৯৭ সালে ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম ছবি ‘গরীবের রানী’ পরিচালনা করেন মনোয়ার খোকন। এরপর একটু বিরতি নিয়ে এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় মুশফিকুর রহমান গুলজারের ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবরের ‘আমার বউ’ ছবি দুটি। তারপর কপোতাক্ষ চলচ্চিত্র থেকে আর কোনো ছবি নির্মিত হয়নি।
‘মেঘলা আকাশ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তিনি ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখী চরিত্রে এবং ‘তারকাটা’ ছবিতে অভিনয় করে আরও দুটি জাতীয় পুরস্কার পান।
তার স্বামী অভিনেতা ওমর সানী। তাদের দুই সন্তান – এক ছেলে ফারদীন এবং মেয়ে ফাইজা। তার বোন ইরিন জামানও একজন অভিনেত্রী।
শাকিব খান
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে আগমন করেন শাকিব খান (Shakib Khan)। নৃত্য পরিচালক আজিজ রেজার ভাই পরিচয়ে এবং তার অকৃপণ সহযোগিতায় মাসুদ রানা চলচ্চিত্রে এসে শাকিব খান নাম ধারণ করে চলচ্চিত্রে অনন্য রেকর্ড সৃষ্টি করেন। প্রথমে দ্বিতীয় ও তৃতীয় নায়ক হিসেবে অসংখ্য ছবিতে কাজ করার পর পরে প্রধান নায়ক হিসেবে শাকিব দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়ার রেকর্ড সৃষ্টি করেন। ব্যস্ততা, জনপ্রিয়তা, দাপট ইত্যাদি সবদিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যান তিনি।
বিএমডিবি-তে শাকিব খান সম্পর্কে সকল সংবাদ পাবেন এখানে
ইবনে হাসান খান
ইবনে হাসান খান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক। তিনি ও ফরিদুর রেজা সাগর যৌথভাবে ইমপ্রেস টেলিফিল্মের নির্মিত চলচ্চিত্রগুলোর নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।
চাষী নজরুল ইসলাম
মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার নাম কি – এ প্রশ্নের জবাবে আবালবৃদ্ধবণিতা একস্বরে যার নাম বলবেন তিনি চাষী নজরুল ইসলাম (Chashi Nazrul Islam)। সত্য ঘটনার উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের জীবন্ত চিত্রায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র পরিচালনার শুরুতেই ইতিহাসের পাতায় স্থান করে নিতে সক্ষম হন চাষী নজরুল ইসলাম। পরবর্তীতে মুক্তিযুদ্ধভিত্তিক আরও ছয়টি এবং সাহিত্য নির্ভর এগারোটি প্রসংশিত চলচ্চিত্র নির্মান করে নিজের নামকে তিনি স্বমহিমায় উজ্জল করে তুলেন। Continue reading