শাহ আলম কিরণ

শাহ আলম কিরণ একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিয়তির খেলা’ (১৯৮৭)। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র হল অশান্ত সংসার, কৈফিয়ত, রঙিন সুজন সখী, জীবন দিয়ে ভালোবাসি, প্রতিশোধের আগুন, আসামী বধূ, বিচার হবে, আমি এক অমানুষ, বিদ্রোহী সন্তান, মনের মিলন, শেষ বংশধর, আগুন জ্বলবেই, চুড়িওয়ালা, ঘর জামাই, সাজঘর, মাটির ঠিকানা, ৭১ এর মা জননী।

Continue reading

রুহী

র‌্যাম্প মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় আসেন রুহী (Ruhi), পরবর্তীতে ব্রিটিশ মুভি সংগ্রাম এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। তবে তার অভিনীত প্রথম ছবি কলকাতায়, নাম গ্ল্যামার। ছবিটি মুক্তি পাওয়ার আগেই সংগ্রাম মুক্তি পায়। পরবর্তীতে গ্ল্যামার এবং জিরো ডিগ্রী একই দিনে মুক্তি পায়।

সংগ্রাম মুক্তির পর রুহী ছবিটির পরিচালকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

কমল সরকার

কমল সরকার একাধারে একজন কাহিনিকার, সংলাপ রচয়িতা এবং চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হল ‘বিল্লু মাস্তান’, ‘ওরে বাবা’, ‘কালা মানিক’, ‘শান্ত কেন অশান্ত’, ‘১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ‘পাগলামী’, ও ‘রংবাজি – দ্য লাফাঙ্গা’।

ফারুক ওমর

ফারুক ওমর একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি ‘লাভার নাম্বার ওয়ান’ ছবি পরিচালনা করেন। এছাড়া তিনি ‘বলবো কথা বাসর ঘরে’ ও ‘একবার বলো ভালোবাসি’ ছবি প্রযোজনা করেন।

চিকন আলী

চিকন আলী (Chikon Ali) বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা।