অভিনেত্রী সাহারা (Sahara) চলচ্চিত্র জগতে আগমন করেন শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘রুখে দাড়াও’ ছবি দিয়ে। নৃত্য পরিচালক আজিজ রেজা’র স্কুলে পরিচয় হয়েছিল পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের সাথে, তারই ফলশ্রুতিতে প্রথম চলচ্চিত্রে অভিনয়। বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। নানা কারণে ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। দ্বিতীয় চলচ্চিত্র “ভাড়াটে খুনি”ও ফ্লপ এর খাতায় নাম লিখায়। Continue reading
News Category:
আহমেদ হুমায়ুন
সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত আহমেদ হুমায়ুন (Ahmmed Humayun) এর শুরুটা গায়ক হিসেবে। পরিবারে সঙ্গীতচর্চার প্রচলন ছিল, তিনিও গান করতেন। গানের প্রয়োজনেই ঢাকায় এসেছিলেন, নিজের অ্যালবাম বের করার আগ্রহ ছিল, কিন্তু সুযোগ করে উঠতে পারেন নি। আগে থেকেই সুর করার কিছু অভিজ্ঞতা ছিল, চলচ্চিত্র প্রযোজক নাদিম মাহমুদ সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ দেন।
বর্তমানে হুমায়ূন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শওকত আলী ইমন
সঙ্গীত পরিচালক। ১৯৯৬ সালে রুটি ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। কলকাতায়ও সঙ্গীত পরিচালনা করেছেন, এগুলো হল অন্যায় অবিচার ও বিচারক।
শওকত আলী ইমন ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী বিজরী বরকতউল্লাহকে। তাদের সংসারে একটি কন্যা সন্তানও আছে। কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ইমন গায়িকা রেবেকা সুলতানা ও আবিদা সুলতানার বোন।
রাজু চৌধুরী
রাজু চৌধুরী একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হল ‘শুটার’ (২০১৬), ‘তুই শুধু আমার’ (২০১৪), ‘এক নাম্বার আসামি’ (২০১৪), ‘তোকে ভালোবাসতেই হবে’ (২০১৪), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘রোমিও ২০১৩’ (২০১৩), ‘প্রিয়া আমার জান’ (২০১১), ‘অস্ত্র ছাড়ো কলম ধর’ (২০১১), ‘আমার মা আমার অহংকার’ (২০১০), ‘ঠেকাও আন্দোলন’ (২০০৯), ‘সাহেব নামে গোলাম’ (২০০৯), ‘রাজু আমার ভাই’ (২০০৮), ‘ঘুম হারাম’ (২০০৭), ‘জিদ্দী নারী’ (২০০৭), ‘নিষিদ্ধ যাত্রা’ (২০০৬), ও ‘রিভেঞ্জ’ (২০০৫)।
অশোক ঘোষ
অশোক ঘোষ একজন প্রযোজক ও পরিচালক। জহির রায়হানের অনুপ্রেরণায় তিনি চলচ্চিত্রে আসেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নাচের পুতুল’। এরপর তিনি ‘প্রিয়তমা’, ‘মাস্তান’, ‘মতিমহল’, ‘তুফান’, ‘বাদল’, ‘নবাবজাদী’, ‘টক্কর’, ‘হিম্মতওয়ালী’, ‘নিশানা’, ‘নওজোয়ান’, ‘আমার সংসার’, ‘জুলি’, ‘শাদী মোবারক’, ‘কালু গুন্ডা’, ‘বাঘা আকবর’ প্রভৃতি ছবি নির্মাণ করেন।
তার জন্ম ঢাকায়। সঙ্গীত পরিচালক রবীন ঘোষ তার ভাই এবং অভিনেত্রী শবনম তার ভাইয়ের স্ত্রী। তিনি ২০০২ সালের ১০ ডিসেম্বর ইহলোক ত্যাগ করেন। ব্যক্তি জীবনে তিনি চিরকুমার ছিলেন।
আখতার হোসেন
আখতার হোসেন একজন অভিনেতা। তিনি মঞ্চনাটক থেকে চচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তোমার আমার’। এরপর তিনি ‘কাগজের নৌকা’, ‘গুনাই বিবি’, ‘মহুয়া’, ‘ফকির মজনু শাহ’, ‘অপরিচিতা’, ‘গাজী কালু চম্পাবতী’, ‘ভানুমতি’, ‘অশিক্ষিত’, ‘দি ফাদার’, ‘মাটির ঘর’, ‘এতিম’, ‘জীবন মৃত্যু’, ‘সুখের সংসার’, ‘বাঁধন হারা’, ‘মাটির পুতুল’, ‘কুদরত’, ‘উজান ভাটি’, ‘লাল কাজল’, ‘অভিযান’, ‘নয়নের আলো’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।
তার জন্ম ১৯৩৩ সালের ২৬ অক্টোবর মানিকগঞ্জে। তিনি ১৯৯৮ সালের ৪ আগস্ট মৃত্যুবরণ করেন।
রবীন ঘোষ
রবীন ঘোষ একজন বরেণ্য বাঙালি সুরকার ও সংগীত পরিচালক।