মোঃ সেলিম

মোঃ সেলিম একজন রূপসজ্জাকর। তিনি ‘২০ বছর পর’, ‘নীল সাগরের তীরে’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘কাল সকালে’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘স্বপ্নছোঁয়া’ প্রভৃতি চলচ্চিত্রের রূপসজ্জার দায়িত্ব পালন করেছেন।

খাজা আহম্মেদ

খাজা আহম্মেদ একজন সহকারী পরিচালক। তিনি দেওয়ান নজরুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। ‘রাজা গুন্ডা’, ‘বাংলার নায়ক’ ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘গরীবের ওস্তাদ’, ‘কোটি টাকার ফকির’ ও ‘মন দিয়েছি তোমাকে’ ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

নদী

নদী ২০০০-এর দশকের অন্যতম চিত্রনায়িকা। তিনি আলেকজান্ডার বো, অমিত হাসান, মান্না, আমিন খান-দের সাথে জুটি গড়ে একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেন।

বশির শিকদার

বশির শিকদার একজন প্রযোজনা ব্যবস্থাপক। তার উল্লেখযোগ্য কাজ হল ‘মেহের নেগার’, ;আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘টপ হিরো’, ‘গলুই’ প্রভৃতি।

আলমগীর খসরু

আলমগীর খসরু একজন চলচ্চিত্র চিত্রগ্রাহক। তিনি ‘স্নেহের বাঁধন’, ‘দুই বধূ এক স্বামী’, ‘হৃদয়ের কথা’, ‘সাজঘর’, ‘আকাশ ছোঁয়া ভালবাসা’, ‘মাটির ঠিকানা’ প্রভৃতি চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।