গাজী মাজহারুল আনোয়ার

১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি তিনি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। ১৯৬৫ সাল থেকে যুক্ত হন চলচ্চিত্রে। লিখতে শুরু করেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছবির পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার কিছু টিভি নাটকও পরিচালনা করেন। তিনি ২০০২ সালে একুশে পদক লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও লাভ করেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কারসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।

আলাউদ্দিন আলী

অসংখ্য জনপ্রিয় গানের সুরকারের নাম আলাউদ্দিন আলী। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি বেতার এবং টেলিভিশনের জন্য গানে সুর করেছেন। বিভিন্ন চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। তার জন্ম পুরান ঢাকার নাজিমউদ্দিন লেনে এবং তার শৈশব থেকে শুরু করে কর্মজীবনে প্রবেশ পর্যন্ত সময় কেটেছে মতিঝিলের এজিবি কলোনীতে। Continue reading

রেহানা জলি

রেহানা জলি (Rehana Jolly) চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৮৪ সালে ‘উল্টোরথ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে।  ১৯৮৫ সালে কামাল আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মা ও ছেলে’তে তিনি বুলবুল আহমেদের বিপরীতে অভিনয় করেন। এর আগে তিনি মঞ্চে অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন।

নায়িকা নয়, বরং নায়ক নায়িকার মা চরিত্রে অভিনয়ের জন্য রেহানা জলি বেশ পরিচিত মুখ। ১৯৯৪ সালে এ জে মিন্টু পরিচালিত ‘প্রথম প্রেম’ চলচ্চিত্রে প্রথম মা চরিত্রে অভিনয় করেন রেহানা জলি। সালমান শাহ অভিনীত স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে তার মা চরিত্রে অভিনয় করেছিলেন।

দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করলেও প্রথমবারের মত টিভি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন ২০১৩ সালে। আশফাক উজ্জামান বিপুলের পরিচালনায় ও নাফিজ রেজার ভাবনায় ‘হাফ স্টপ ডাউন’-এর ব্যানারে নির্মিত ‘প্রাণ ম্যাংগো জুস’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিনয় করেন রেহানা জলি।

সাদেক বাচ্চু

সাদেক বাচ্চু (Sadek Bachchu) বাংলা চলচ্চিত্রের অন্যতম খলঅভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তাঁর অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। Continue reading

পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা (Purnima) প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করেন ১৯৯৮ সালে। এ সময় তিনি মাত্র নবম শ্রেণীতে পড়তেন। তার প্রথম ছবির নায়ক ছিলেন রিয়াজContinue reading

ডি এইচ চুন্নু

ডি এইচ চুন্নু, ভাতিজা চুন্নু নামেও পরিচিত দেলোয়ার হোসেন চুন্নু হলেন একজন ফাইট ডিরেক্টর। ফাইট ডিরেক্টর আরমান তার চাচা।

সাইফ খান কালু

সাইফ খান কালু একজন নৃত্য পরিচালক। আরেক গুণী নৃত্য পরিচালক মাসুম বাবুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম নৃত্য পরিচালিত ছবি ঘায়েল।

মাসুম বাবুল

মাসুম বাবুল চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন। তিনি ১৯৯৩ সালে ‘দোলা’, ২০০৮ সালে ‘কি জাদু করিলা’, ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তিনি ২০২৩ সালের ৬ মার্চ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মাঝে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২০২২ সালের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় মাসুম বাবুলের মরদেহ।

এস এম আজহার

এস এম আজহার একজন চিত্রগ্রাহক। তিনি ‘মৌসুমী‘, ‘শেষ সংগ্রাম’ ছবির প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তিনি ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির চিত্রগ্রহণ করেছেন।