News Category:
আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘তুমি শুধু আমার’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘আমার টার্গেট’, ‘জিদ্দি বউ’, ‘হৃদয় দোলানো প্রেম’ ও ‘ও মাই লাভ’ ছবি পরিচালনা করেছেন।
তিনি ‘বিক্ষোভ’ ও ‘ভালবাসি তোমাকে’ ছবির সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।
একরামুল ইসলাম একরাম
একরামুল ইসলাম একরাম একজন সহকারী পরিচালক।
মিজানুর রহমান মিজান
মিজানুর রহমান মিজান একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘মিলন সেতু’ ও ‘রাগী’ ছবি পরিচালনা করেছেন। এর আগে তিনি ‘কাবিননামা’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘প্রেমে পড়েছি’ প্রভৃতি ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
আবুল কালাম
আবুল কালাম একজন রূপসজ্জাকার। তিনি ‘মহামিলন’, ‘প্রেম দিওয়ানা, ‘শিবা গুন্ডা’ ছবির রূপসজ্জার দায়িত্ব পালন করেন।
বাবুল আহমেদ
বাবুল আহমেদ একজন পার্শ্ব অভিনেতা। তিনি ‘বিক্ষোভ’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘ধর’, ‘ফুটপাতের রাজা’, ‘প্রেমে পড়েছি’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন।
তবিবুর রহমান টুকু
তবিবুর রহমান টুকু পরিচালক মনতাজুর রহমান আকবরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তিনি ‘ভয়ংকর রাজা’ ছবিতে সহকারী পরিচালক এবং ‘টপ হিরো’, ‘তুমি আমার স্বামী’, ‘বাজারের কুলি’ প্রভৃতি ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
নজরুল হায়দার
নজরুল হায়দার পরিচালক মনতাজুর রহমান আকবরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তিনি ‘ভয়ংকর রাজা’ ছবিতে সহকারী পরিচালক এবং ‘টাকার পাহাড়’, ‘তুমি আমার স্বামী’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘কাজের মানুষ’, ‘বাজারের কুলি’ ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
জি এম বাহার
গোলাম মুর্তজা বাহার একজন চলচ্চিত্র পরিচালক। তিনি মনতাজুর রহমান আকবরের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘প্রেম দিওয়ানা‘ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর তিনি ‘বাবার আদেশ’, ‘বশিরা’, ‘কুলি’, ‘মগের মুল্লুক’, ‘লাঠি’, ‘ভয়ংকর বিষু’, ‘মেজর সাহেব’, ‘টপ মাস্তান’, ‘বিগ বস’ ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাঁচাও’।