ইবনে হাসান খান

ইবনে হাসান খান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক। তিনি ও ফরিদুর রেজা সাগর যৌথভাবে ইমপ্রেস টেলিফিল্মের নির্মিত চলচ্চিত্রগুলোর নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।

চাষী নজরুল ইসলাম

মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার নাম কি – এ প্রশ্নের জবাবে আবালবৃদ্ধবণিতা একস্বরে যার নাম বলবেন তিনি চাষী নজরুল ইসলাম (Chashi Nazrul Islam)। সত্য ঘটনার উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের জীবন্ত চিত্রায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র পরিচালনার শুরুতেই ইতিহাসের পাতায় স্থান করে নিতে সক্ষম হন চাষী নজরুল ইসলাম। পরবর্তীতে মুক্তিযুদ্ধভিত্তিক আরও ছয়টি এবং সাহিত্য নির্ভর এগারোটি প্রসংশিত চলচ্চিত্র নির্মান করে নিজের নামকে তিনি স্বমহিমায় উজ্জল করে তুলেন। Continue reading

রবীন ঘোষ

রবীন ঘোষ একজন বরেণ্য বাঙালি সুরকার ও সংগীত পরিচালক।

এ. জে. মিন্টু

বাংলাদেশী চলচ্চিত্রের মাস্টার মেকার হিসেবে সুপরিচিত এ. জে. মিন্টু। তিনি একাধারে পরিচালক, প্রযোজক, কাহিনীকার ও চিত্রনাট্যকার। তিনি পরিচালক আমজাদ হোসেনের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মিন্টু আমার নাম’। এওরপ রিত্নি ‘প্রতিজ্ঞা’, ‘বাঁধন হারা’, ‘প্রতিহিংসা’, ‘মান সম্মান’, ‘চ্যালেঞ্জ’, ‘অন্যায়’, ‘অশান্তি’, ‘বিশ্বাস ঘাতক’, ‘ন্যায় অন্যায়’, ‘প্রথম প্রেম’, ‘বাপের টাকা’, ‘একটি সংসারের গল্প’, ‘সংসারের সুখ দুঃখ’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি ‘লালু মাস্তান’, ‘সত্য মিথ্যা’, ‘পিতা মাতা সন্তান’ ও ‘বাংলার বধূ’ চলচ্চিত্র পরিচালনা করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার প্রযোজনা সংস্থা সানফ্লাওয়ার মুভিজ।

তার জন্ম ১৯৪৯ সালের ১৬ জুলাই পাবনার মোকসেদপুরে। তার আসল নাম আবদুল জলিল মিন্টু।