ইসমাইল দেওয়ান

ইসমাইল দেওয়ান একজন প্রযোজনা ব্যবস্থাপক। তিনি ‘দয়াবান’, ‘মগের মুল্লুক’, ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘ভালোবাসার রং’ প্রভৃতি ছবিতে কাজ করেছেন।

রেজাউল করিম বাদল

রেজাউল করিম বাদল একজন শব্দগ্রাহক। তিনি ‘প্রিয়জন’, ‘দীপু নাম্বার টু’, ‘প্রেম পিয়াসী’, ‘সিটি টেরর’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘দেবদাস’, ‘তুই শুধু আমার’ ছবির শব্দগ্রহণ করেছেন।

হায়দার শরীফ

হায়দার শরীফ একজন রূপসজ্জাকার। তার উল্লেখযোগ্য কাজ হল ‘স্বপ্নের ঠিকানা’, ‘সাজঘর’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘স্বামী স্ত্রীর ওয়াদা’, ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘দেবদাস’ প্রভৃতি।

চিতা

চিতা ‘লম্পট’ ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। এরপর তিনি অসংখ্য চলচ্চিত্রে ভিলেনের সহযোগী হিসেবে কাজ করেন।

রিনা খান

বাংলাদেশী চলচ্চিত্রে পারিবারিক অশান্তির অন্যতম হোতা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পেছনে কুট চাল প্রণেতা, কুটনামীকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি রিনা খান (Rina Khan) । সুভাষ দত্তের হাত ধরে মঞ্চ থেকে চলচ্চিত্রে অভিনয়ে আসেন তিনি। রিনা খান অভিনীত প্রথম চলচ্চিত্র সোহাগ মিলন ১৯৮২ সালে মুক্তি পায়। Continue reading