আনোয়ার সিরাজী

আনোয়ার সিরাজী একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘কমিশনার’, ‘অরুণ শান্তি’ ও ‘সোনার ময়না পাখি’ ছবি নির্মাণ করেছেন।

স্বপন মৃধা

স্বপন মৃধা ‘সেই তুমি অনামিকা’ ও ‘ক্ষোভ’ ছবির প্রযোজনা ব্যবস্থাপক।

সহিদুল হক

সহিদুল হক একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘হৃদয় থেকে হৃদয়’ ছবির সহকারী সম্পাদক এবং ‘সবার উপরে মা’, ‘শাসন’, ‘গরীবের ওস্তাদ’, ‘স্ত্রী হত্যা’, ‘শুধু তোমারি’, ‘মিথ্যা অহংকার’ প্রভৃতি ছবির প্রধান সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। তার সম্পাদিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘জামাই শ্বশুর’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘কি যাদু করিলা’, ‘ইভটিজিং’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’, ‘গলুই’ ইত্যাদি।

সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম একজন নৃত্য পরিচালক। তিনি ‘প্রেম পাগল’, ‘রঙ্গীন প্রাণ সজনী’, ‘মধু পূর্ণিমা’, ‘লাল বাদশা’, ‘সেই তুমি অনামিকা’ প্রভৃতি ছবির নৃত্য পরিচালনা করেছেন।

আবদার রহমান

আবদার রহমান একজন গীতিকার। তিনি ‘লাল টিপ’, ‘মানিক রতন দুই ভাই’ ও ‘দেহরক্ষী’ ছবির গানের কথা লিখেছেন।

সোহেল আরমান

সোহেল আরমান একাধারে চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রনাট্যকার, ও গীতিকার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘এইতো প্রেম’।

আরমান প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক আমজাদ হোসেনের পুত্র। তার ভাই সাজ্জাদ হোসেন দোদুল। আরমান ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী ও মডেল তারিনকে। একপ্রকার পালিয়েই বিয়ে করেছিলেন তারা। প্রথমে গোপন রাখলেও পরে জানাজানি হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়ে টিকেনি। বছরখানেক মাত্র আয়ু ছিল তাদের সংসারের। সোহেল আরমান দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সংসারেও ভাঙ্গন ধরে।

ফেসবুক প্রোফাইল: Sohel Arman