সাগরিকা

সাগরিকা ‘কাঙ্গালী রাজা’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল ‘চান্দি গরম’, ‘কি যাদু করিলা’, ‘মনে প্রাণে আছো তুমি’ প্রভৃতি।

এন এম আলমগীর রতন

এন এম আলমগীর রতন একজন সহকারী পরিচালক। তিনি ‘জীবন দিয়ে ভালবাসি’ ছবিতে সহকারী পরিচালক; ‘আমার প্রাণের স্বামী’, ‘১ টাকার বউ’, ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ ছবিতে সহকারী পরিচালক এবং ‘সুন্দরী বধূ’ ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন।

মহব্বত আলী

মহব্বত আলী একজন প্রযোজনা ব্যবস্থাপক। তিনি ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ ও ‘মাটির পিঞ্জিরা’ ছবিতে কাজ করেছেন।

জিল্লুর রহমান

জিল্লুর রহমান একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। বিখ্যাত চলচ্চিত্রকার নারায়ন ঘোষ মিতার সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে মিস লোলিতা চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। Continue reading

মাহমুদ সাজ্জাদ

মাহমুদ সাজ্জাদ (Mahmud Sazzad) চলচ্চিত্রে আগমন করেন ‘সংসার’ (১৯৬৮) চলচ্চিত্রে অভিনয় দিয়ে। পরবর্তীতে সাজ্জাদ আরো বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন। বড়পর্দার বাইরে মঞ্চ এবং টিভিতেই তিনি বেশি ব্যস্ত ছিলেন। সাজ্জাদ কাজ করেছেন খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’সহ আরো বেশকিছু চলচ্চিত্রে।

পি এ কাজল

চলচ্চিত্র পরিচালক পি এ কাজল (P A Kajol) চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে। ১৯৯৮ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘সাব্বাশ বাঙালি’ পরিচালনা করলেও চলচ্চিত্র নির্মান প্রক্রিয়ায় স্বীকৃতি পেয়েছেন তারও আগে। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হল ‘ভন্ড ওঝা’, ‘বড় মা‌লিক’, ‘এক‌রোখা’, ‘তেজী পুরুষ’, ‘জোড়া খুন’, ‘কাটা রাই‌ফেল’, ‘মে‌য়ে অপহরণ’, ‘ক্ষমতার গরম’, ‘অন্ত‌রে আছো তু‌মি’, ‘আমার প্রা‌ণের স্বামী’, ‘১ টাকার বউ’, ‘পি‌রি‌তির আগুন জ্ব‌লে দ্বিগুণ’, ‘চাচ্চু আমার‌ চাচ্চু’, ‘স্বামী স্ত্রীর ওয়াদা’, ‘আ‌মি একাই একশ’, ‘যমদূত’, ‘বড়লো‌কের জামাই’, ‘গরী‌বের ভাই’, ‘চো‌খের দেখা’, ‘মু‌ক্তি’, ‘ভালবাসা আজকাল’।

পি এ কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।