মোঃ জয়নাল আবেদীন

মোঃ জয়নাল আবেদীন একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি নাট্যনির্মাতা থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শত্রু শত্রু খেলা’। এরপর তিনি ‘পৃথিবী টাকার গোলাম’ ছবি নির্মাণ করেন।

তার নির্মিত দুটি প্রামাণ্যচিত্র হল ‘ভূমিহীনদের জন্য আশা’ ও ‘আলেয়াদের জন্য আশা’। তার নির্মিত উল্লেখযোগ্য নাটক হল ‘এক চিলতে আকাশ’, ‘অতঃপর’, ‘হায়রে লন্ডন’, ‘রোদের ঝিলিক’, ‘ফ্ল্যাট নং ফোর টি’ (৫২ পর্ব) ইত্যাদি। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেছেন। তার নির্মিত বিজ্ঞাপনচিত্র হল ইউরোকোলা, ডানো গুড়া দুধ, ইস্পাহানি মির্জাপুর চা, ওভালটিন, ফ্রেশ চা, বেঙ্গল বিস্কুট, কোকোলা নুডুলস, আকিজ পার্টিকেল বোর্ড, হাইব্রিজ হীরা ধান বীজ ইত্যাদি।

তার জন্ম ১৯৬৯ সালের ১২ মে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নোয়ানগরে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ।

আগুন

‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো’ গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন কণ্ঠশিল্পী আগুন। যার নাম ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। পুরো নাম খান আসিফুর রহমান আগুন। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নিলুফার ইয়াসমীনের সন্তান। তার খালা দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন।

আপনার নামটা কে রেখেছিলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই আমার বাবা রেখেছিলেন। নাম আগুন হওয়ার কারণ হলো, ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি আমার জন্ম। সে সময় দেশ উত্তপ্ত। এরপর মার্চ মাসে তো দেশজুড়ে চলছে মহান মুক্তিযুদ্ধ। চতুর্দিকে জ্বলছে আগুন। কবে আগুনটা আসলে নিভবে সে অপেক্ষায় দেশ ও জাতি। তো মনে করলেন কি না কে জানে যে আমি জন্মেই দেশের আগুনটা নিভালাম নাকি জ্বালালাম। তবে এখন এসে কিন্তু মনে হয় আগুন আরো চার গুণ জ্বালালাম।”

তার স্ত্রী তান্না খান। তাদের দুই ছেলে; বড় ছেলে খান ইয়াকিন রহমান মিছিল ও ছোট ছেলে খান ইয়াজান রহমান মশার।

 

মোঃ আনোয়ার হোসেন

মোঃ আনোয়ার হোসেন ‘জমিদার’ ও ‘জন্ম তোমার জন্য’ ছবির প্রধান সহকারী পরিচালক।

মোঃ খোরশেদ আলম

মোঃ খোরশেদ আলম একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি সিনেমা হল প্রতিনিধি হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি ‘জন্ম তোমার জন্য’, ‘সাহেব নামে গোলাম’, ‘বলো না তুমি আমার’, ‘এক মন এক প্রাণ’ ছবি প্রযোজনা করেছেন। তার প্রযোজনা সংস্থা অপূর্ব কথাচিত্র।

তার জন্ম ১৯৬৮ সালের ১০ অক্টোবর লক্ষীপুরের রামগঞ্জ থানার পশ্চিম বাহাদুর গ্রামে। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি।

প্রিয়া

প্রিয়া ‘জাদরেল’, ‘জলন্ত নারী’, ‘আজকের গরম খবর’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘জন্ম তোমার জন্য’ ছবিতে অভিনয় করেছেন।

শুক্লা

শুক্লা একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘মন বসেনা পড়ার টেবিলে’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

তৃষ্ণা

তৃষ্ণা একজন সঙ্গীতশিল্পী।