আফিয়া নুসরাত বর্ষা ‘খোঁজ দ্য সার্চ’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আগমন করেন। তাকে মূলত তার স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করতে দেখা যায়।
News Category:
রাশেদ আলম রানা
রাশেদ আলম রানা একজন চলচ্চিত্র পরিচালক। তিনি সহকারী পরিচালক হিসেবে ‘আমার অন্তরে তুমি’, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ ও ‘পাল্টা হামলা’ ছবিতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘জানোয়ার’, ‘১০ নম্বর মহা বিপদ সংকেত’ ও ‘আইনের হাতে গেফতার’ ছবি পরিচালনা করেছেন।
মফিজুল হক
মফিজুল হক একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শব্দগ্রাহক। তিনি ‘আগুনের পরশমনি’ ও ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির শব্দগ্রহণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
মোহাম্মদ সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন ‘মান্না ভাই’ ছবির প্রযোজক।
মান্না
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক মান্না (Manna)। একশর বেশী পরিচালক এবং ষাট এর বেশী নায়িকার সাথে অভিনয় করার বিরল রেকর্ডের অধিকারী এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে। প্রায় বিশ বছরের চলচ্চিত্র জীবনে তিনি প্রায় চারশ চলচ্চিত্রে অভিনয় করেন। Continue reading