সোহানুর রহমান সোহান

সোহানুর রহমান সোহান পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল – ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’, ‘কথা দাও সাথী হবে’, ‘সে আমার মন কেড়েছে’ প্রভৃতি। তার পরিচালনায় অভিষেক হয় অকালপ্রয়াত জনপ্রিয় অভিনেতা সালমান শাহ, প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী, বুনো সুন্দরী পপি, সুপারস্টার শাকিব খান ও ইরিন জামানের।

শহিদুল আলম সাচ্চু

মঞ্চ ও টিভি নাটক থেকে বাংলা চলচ্চিত্রে আসেন শহিদুল আলম সাচ্চু। প্রথম অভিনয় করেছিলেন ‘বাংলা নামের দেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রে।

খোন্দকার নূরুল আলম

খোন্দকার নূরুল আলম বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম পরিচিত মুখ। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেই তার পরিচিতি।

খলিলুর রহমান

খলিলুর রহমান একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রূপসজ্জাকার। তিনি ‘বীরপুরুষ’, ‘ভন্ড’, ‘বাঘের থাবা’, ‘শ্যামল ছায়া’, ‘দারুচিনি দ্বীপ’, ‘আমার আছে জল’, ‘চেহারা’, ‘প্রহেলিকা’ প্রভৃতি ছবির রূপসজ্জার দায়িত্ব পালন করেন।