শওকত আলী ইমন

সঙ্গীত পরিচালক। ১৯৯৬ সালে রুটি ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। কলকাতায়ও সঙ্গীত পরিচালনা করেছেন, এগুলো হল অন্যায় অবিচার ও বিচারক।

শওকত আলী ইমন ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী বিজরী বরকতউল্লাহকে। তাদের সংসারে একটি কন্যা সন্তানও আছে। কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ইমন গায়িকা রেবেকা সুলতানা ও আবিদা সুলতানার বোন।

রাজু চৌধুরী

রাজু চৌধুরী একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হল ‘শুটার’ (২০১৬), ‘তুই শুধু আমার’ (২০১৪), ‘এক নাম্বার আসামি’ (২০১৪), ‘তোকে ভালোবাসতেই হবে’ (২০১৪), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘রোমিও ২০১৩’ (২০১৩), ‘প্রিয়া আমার জান’ (২০১১), ‘অস্ত্র ছাড়ো কলম ধর’ (২০১১), ‘আমার মা আমার অহংকার’ (২০১০), ‘ঠেকাও আন্দোলন’ (২০০৯), ‘সাহেব নামে গোলাম’ (২০০৯), ‘রাজু আমার ভাই’ (২০০৮), ‘ঘুম হারাম’ (২০০৭), ‘জিদ্দী নারী’ (২০০৭), ‘নিষিদ্ধ যাত্রা’ (২০০৬), ও ‘রিভেঞ্জ’ (২০০৫)।

কামাল লোহানী

কামাল লোহানী নামে অধিক পরিচিত হলেও তাঁর পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী।

শওকত আকবর

এইতো জীবন, আলোর পিপাসা, অভিশাপ, মিলন, সাগর, পুণম কি রাত, ওয়েটিংরুম, জংলী ফুল, অবুঝ মন, মোমের আলো, দিল এক মিশা প্রভৃতি ছবিতে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন যে কিংবদন্তি অভিনেতা তার নাম শওকত আকবর (Shawkat Akbar)। ১৯৬৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শওকত আকবর বাংলা ও উর্দু মিলিয়ে আড়াইশ’ ছবিতে অভিনয় করেন। Continue reading