আগুন

‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো’ গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন কণ্ঠশিল্পী আগুন। যার নাম ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। পুরো নাম খান আসিফুর রহমান আগুন। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নিলুফার ইয়াসমীনের সন্তান। তার খালা দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন।

আপনার নামটা কে রেখেছিলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই আমার বাবা রেখেছিলেন। নাম আগুন হওয়ার কারণ হলো, ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি আমার জন্ম। সে সময় দেশ উত্তপ্ত। এরপর মার্চ মাসে তো দেশজুড়ে চলছে মহান মুক্তিযুদ্ধ। চতুর্দিকে জ্বলছে আগুন। কবে আগুনটা আসলে নিভবে সে অপেক্ষায় দেশ ও জাতি। তো মনে করলেন কি না কে জানে যে আমি জন্মেই দেশের আগুনটা নিভালাম নাকি জ্বালালাম। তবে এখন এসে কিন্তু মনে হয় আগুন আরো চার গুণ জ্বালালাম।”

তার স্ত্রী তান্না খান। তাদের দুই ছেলে; বড় ছেলে খান ইয়াকিন রহমান মিছিল ও ছোট ছেলে খান ইয়াজান রহমান মশার।

 

মোঃ আনোয়ার হোসেন

মোঃ আনোয়ার হোসেন ‘জমিদার’ ও ‘জন্ম তোমার জন্য’ ছবির প্রধান সহকারী পরিচালক।

মোঃ খোরশেদ আলম

মোঃ খোরশেদ আলম একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ‘সাহেব নামে গোলাম’, ‘জন্ম তোমার জন্য’, ‘বলো না তুমি আমার’ ছবি প্রযোজনা করেছেন।

প্রিয়া

প্রিয়া ‘জাদরেল’, ‘জলন্ত নারী’, ‘আজকের গরম খবর’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘জন্ম তোমার জন্য’ ছবিতে অভিনয় করেছেন।

তৃষ্ণা

তৃষ্ণা একজন সঙ্গীতশিল্পী।