সাগর

আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে ১৯৯৮ সালে র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাগর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫০টির মতো বিজ্ঞাপনচিত্র এবং পাঁচ শতাধিক মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। পরবর্তীতে ২০০৯ সালে এনটিভিতে প্রচারিত সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা ছয়ের মধ্যে স্থান নিশ্চিত করতে সক্ষম হন সাগর। এই অবস্থান তাকে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ তৈরী করে দেয়। লাভ ইউ প্রিয়া চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে কাজ করা শুরু হলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মনের মধ্যে লেখা। দুটো ছবিতেই তার বিপরীতে অভিনয় করেন সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার আরেক প্রতিযোগি শম্পা হাসনাইন। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় থেকেই দুজনের মধ্যকার সম্পর্ক পরিচয় থেকে প্রণয়ে রূপ নিয়েছিল। ২০১৫ সালের ১৫ আগস্ট তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সাগর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন।

নাসিমা খান

নাসিমা খান বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এ পর্যন্ত তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন৷ ১৯৫৯ সালে তিনি এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ‘বেগানা’, ‘সূর্যস্নান’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন৷ তবে নায়িকা হিসেবে আবির্ভার ঘটে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রের মাধ্যমে। তিনি ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে দারুণ জনপ্রিয় ছিলেন।
তার জন্ম ১৯৯৪ সালে পুরান ঢাকার লালবাগে৷ তার পৈতৃক বাড়ি ভাগ্যকুলের মান্দ্রা গ্রামে৷

শম্পা

চলচ্চিত্র অভিনেত্রী শম্পার প্রথম ছবি মাটির পিঞ্জিরা। ২০০৯ সালে বেসরকারী টিভি চ্যানেল এনটিভি-র রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় সকলের নজর কাড়েন। প্রতিযোগিতায় থাকাকালীন সময়েই তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায়ও বিচরণ করেন শম্পা। টিভিতে উপস্থাপনাও করেছেন। সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েই আরেক প্রতিযোগি সাগরের সাথে পরিচয় হয় শম্পার। পরবর্তীতে একত্রে চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক প্রণয়ে রূপ নেয় এবং ২০১৫ সালের ১৫ অগাস্ট তারিখে পরিণয়ে পরিণত হয়।

শাহেদ চৌধুরী

শাহেদ চৌধুরী ‘মাটির পিঞ্জিরা’ ছবিতে অভিনয় করেছেন।