আলাউদ্দিন আলী

অসংখ্য জনপ্রিয় গানের সুরকারের নাম আলাউদ্দিন আলী। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি বেতার এবং টেলিভিশনের জন্য গানে সুর করেছেন। বিভিন্ন চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। তার জন্ম পুরান ঢাকার নাজিমউদ্দিন লেনে এবং তার শৈশব থেকে শুরু করে কর্মজীবনে প্রবেশ পর্যন্ত সময় কেটেছে মতিঝিলের এজিবি কলোনীতে। Continue reading

রেহানা জলি

রেহানা জলি (Rehana Jolly) চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৮৪ সালে ‘উল্টোরথ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে।  ১৯৮৫ সালে কামাল আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মা ও ছেলে’তে তিনি বুলবুল আহমেদের বিপরীতে অভিনয় করেন। এর আগে তিনি মঞ্চে অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন।

নায়িকা নয়, বরং নায়ক নায়িকার মা চরিত্রে অভিনয়ের জন্য রেহানা জলি বেশ পরিচিত মুখ। ১৯৯৪ সালে এ জে মিন্টু পরিচালিত ‘প্রথম প্রেম’ চলচ্চিত্রে প্রথম মা চরিত্রে অভিনয় করেন রেহানা জলি। সালমান শাহ অভিনীত স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে তার মা চরিত্রে অভিনয় করেছিলেন।

দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করলেও প্রথমবারের মত টিভি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন ২০১৩ সালে। আশফাক উজ্জামান বিপুলের পরিচালনায় ও নাফিজ রেজার ভাবনায় ‘হাফ স্টপ ডাউন’-এর ব্যানারে নির্মিত ‘প্রাণ ম্যাংগো জুস’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিনয় করেন রেহানা জলি।

সাদেক বাচ্চু

সাদেক বাচ্চু (Sadek Bachchu) বাংলা চলচ্চিত্রের অন্যতম খলঅভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তাঁর অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। Continue reading

সোহেল রানা

সোহেল রানা একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএ ডিগ্রি নিয়েছেন পড়াশোনায়। এর পর করেছেন এলএলবি। ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনীত এবং পরিচালিত প্রথম ছবি মাসুদ রানা। সোহেল রানা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি। তার প্রযোজনা সংস্থার নাম পারভেজ ফিল্মস।

এফ আই মানিক

এফ আই মানিক একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল – ‘স্বপ্নের বাসর’, ‘দুই বধূ এক স্বামী’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘আমাদের ছোট সাহেব’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘মাই নেম ইজ সুলতান’ প্রভৃতি।

তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী কমিটির ২০১১-১২ সেশনের মহাসচিব।

পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা (Purnima) প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করেন ১৯৯৮ সালে। এ সময় তিনি মাত্র নবম শ্রেণীতে পড়তেন। তার প্রথম ছবির নায়ক ছিলেন রিয়াজContinue reading

ডি এইচ চুন্নু

ডি এইচ চুন্নু, ভাতিজা চুন্নু নামেও পরিচিত দেলোয়ার হোসেন চুন্নু হলেন একজন ফাইট ডিরেক্টর।

সাইফ খান কালু

সাইফ খান কালু একজন নৃত্য পরিচালক। আরেক গুণী নৃত্য পরিচালক মাসুম বাবুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম নৃত্য পরিচালিত ছবি ঘায়েল।