News Category:
আজাদ রহমান
আজাদ রহমান একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী। তিনি দী থেকে বেগম, এপার ওপার, পাগলা রাজা, অনন্ত প্রেম, আমার সংসার, মায়ার সংসার, দস্যু বনহুর, ডুমুরের ফুল, মাসুদ রানা, রাতের পর দিনসহ প্রায় সাড়ে তিনশো ছবির সংগীত পরিচালনা করেছেন। তিনি ‘যাদুর বাঁশি’ ছবিতে তার কাজের জন্য সেরা সুরকার এবং ‘চাঁদাবাজ’ ছবিতে তার কাজের জন্য সেরা সঙ্গীত পরিচালক ও সেরা সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
রহমান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৩ সালে কলকাতার ‘মিস প্রিয়ংবদা’ ছবি দিয়ে। বাংলাদেশের ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন বাবুল চৌধুরীর ‘আগন্তুক’ ছবিতে। এই ছবিতে খুরশিদ আলমকে ‘বন্দী পাখির মতো মনটা কেঁদে মরে’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রে মাসুদ পারভেজ সোহেল রানার হাত ধরে ‘মাসুদ রানা’ ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। এরপর মাসুদ পারভেজের ‘এপার ওপার’ ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ‘ভালবাসার মূল্য কত’ গানটিতে কণ্ঠ দিয়ে শ্রোতাদের নিকট জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তী কালে সোহেল রানার ‘দস্যু বনহুর’ ও ‘গুনাহগার’ ছবি দুটোর সঙ্গীত পরিচালনার পাশাপাশি ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘লোকে আমায় কয় গুনাহগার’ গানগুলোতেও কণ্ঠ দিয়েছিলেন— এ গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন।
১৯৪৪ সালের ১ জানুয়ারি আজাদ রহমানের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। দেশভাগের পর পুরো পরিবার চলে আসেন ঢাকায়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালের উপর স্নাতক সম্পন্ন করেন। তিনি ২০২০ সালের ১৬ মে মৃত্যুবরণ করেন।
জামাল উদ্দিন
জামাল উদ্দিন একজন রূপসজ্জাকার।
ডি. এন. মজুমদার
দেবনাথ মজুমদার একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি আবু মুসা দেবুর সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘সমাপ্তি’। এরপর তিনি ‘রূপবানের রূপকথা’, ‘সূর্য্য উঠার আগে’, ‘স্মৃতিটুকু থাক’, ‘নতুন বউ’, ‘কাঁচের স্বর্গ’, ‘রং বদলায়’, ‘হাবা হাসমত’, ‘এখানে আকাশ নীল’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘দায়ী কে’, ‘বউ হব’, ‘হিংসার পতন’, ‘তোমার জন্য পাগল’ প্রভৃতি চলচ্চিত্র সম্পাদনা করেছেন।
তার জন্ম ১৯৪৫ সালের ১০ অক্টোবর কুষ্টিয়ার থানাপাড়াতে। চিত্রনায়িকা সুজাতা তার ছোট বোন।