পি এ কাজল

চলচ্চিত্র পরিচালক পি এ কাজল (P A Kajol) চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে। ১৯৯৮ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘সাব্বাশ বাঙালি’ পরিচালনা করলেও চলচ্চিত্র নির্মান প্রক্রিয়ায় স্বীকৃতি পেয়েছেন তারও আগে। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হল ‘ভন্ড ওঝা’, ‘বড় মা‌লিক’, ‘এক‌রোখা’, ‘তেজী পুরুষ’, ‘জোড়া খুন’, ‘কাটা রাই‌ফেল’, ‘মে‌য়ে অপহরণ’, ‘ক্ষমতার গরম’, ‘অন্ত‌রে আছো তু‌মি’, ‘আমার প্রা‌ণের স্বামী’, ‘১ টাকার বউ’, ‘পি‌রি‌তির আগুন জ্ব‌লে দ্বিগুণ’, ‘চাচ্চু আমার‌ চাচ্চু’, ‘স্বামী স্ত্রীর ওয়াদা’, ‘আ‌মি একাই একশ’, ‘যমদূত’, ‘বড়লো‌কের জামাই’, ‘গরী‌বের ভাই’, ‘চো‌খের দেখা’, ‘মু‌ক্তি’, ‘ভালবাসা আজকাল’।

পি এ কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।

 

আবদুল মান্নান

আবদুল মান্নান একজন ব্যবস্থাপক। তিনি ‘ভন্ড’, ‘লাল সবুজ’, ‘এবাদত’, ‘চেহারা’ চলচ্চিত্রের ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।

জলিল

এম এ জলিল একজন অঙ্গসজ্জাকার। তিনি ‘আশা ভালবাসা’, ‘প্রেম পিয়াসী’, ‘অধিকার চাই’, ‘অনন্ত ভালবাসা’, ‘ঝড়’, ‘ভাইয়া’, ‘মেশিনম্যান’, ‘মন বসেনা পড়ার টেবিলে’ প্রভৃতি ছবিতে কাজ করেছেন।