হুমায়ূন রশিদ জহির ‘মোস্ট ওয়েলকাম’ ছবির শব্দগ্রাহক।
News Category:
মনির হোসেন
মনির হোসেন একজন রূপসজ্জাকার। তার উল্লেখযোগ্য কাজ হল ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘দ্য স্পিড’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘বাজে ছেলে দ্য লোফার’।
শেখ জামাল
শেখ জামাল একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘লঙ্কাকাণ্ড’ ও ‘সেরা রংবাজ’ ছবি পরিচালনা করেন। এছাড়া তিনি পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে কাজ করে থাকেন। তিনি সোহানের সহকারী হিসেবে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বজন’, ‘কোটি টাকার প্রেম’ ও ‘দ্য স্পিড’ ছবিতে কাজ করেছেন।
এ কে খোকন
এ. কে. খোকন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি ‘আসামী বধূ’ ছবির সহকারী পরিচালক এবং ‘ঘর জামাই’ ও ‘সাজঘর’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
মনির হোসেন মুন্নু
মনির হোসেন মুন্নু একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি মুজিবুর রহমান দুলুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রধান সহকারী হিসেবে তিনি ‘লাভ‘ ‘জীবন দিয়ে ভালবাসি‘, ‘গোলাপী এখন ঢাকায়‘, ‘আসামী গ্রেফতার‘, ‘আসামী বধূ‘, ‘বাজীগর‘, ‘শান্তি চাই‘, ‘আনন্দ অশ্রু‘, ‘অনেক দিনের আশা‘ প্রভৃতি চলচ্চিত্রে কাজ করেছেন। চিত্রসম্পাদক হিসেবে তার উল্লেখযোগ্য কাজ হল ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভিতর আগুন’, ‘নাচোলের রানী’, ‘সাজঘর’, ‘গঙ্গাযাত্রা’ প্রভৃতি।