আবদুল কাদের

হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাইয়ের বন্ধু ও সহযোগী হিসেবে সর্বাধিক পরিচিত অভিনেতা আবদুল কাদের।

এফ এ সুমন

ফারুক আহমেদ সুমন সঙ্গীত জগতে এফ এ সুমন নামে অধিক পরিচিত। তিনি একজন সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী। তিনি ‘পাগল তোর জন্য রে’ ও ‘নাইওর’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। এছাড়া তিনি ‘পাগল তোর জন্য রে’ ও ‘ইন্দুবালা’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও এফ এ সুমনের উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলো হচ্ছে- ভিতর কান্দে, জানরে তুই, যাদুরে যাদুরে, তোর লাগিরে, পরাণের পরাণ, ঘুমপাড়ানী বন্ধু, পাগলীরে, দরদিয়া, বধূয়া, রঙিলারে প্রভৃতি।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে উপলক্ষে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে সুমনের অ্যালবাম ‘রঙ্গিলা রে’ প্রকাশ হয়। এই অ্যালবামে সর্বমোট ৮ টি গান স্থান পেয়েছে। এর মধ্যে সাতটি গানই দ্বৈত। দ্বৈত গানগুলোতে সুমনের সাথে কণ্ঠ দিয়েছেন নির্ঝর, অরিন, নদী, শাকিলা, শিল্পী বিশ্বাস, তনুকা। এফ এ সুমনের সঙ্গীতায়োজনে এ অ্যালবামটির সবগুলো গানই লিখেছেন তরিকুল ইসলাম। ২০১৮ সালে তার গাওয়া ‘তোর হৃদয়ের ঝুলবারান্দায়’ গান প্রকাশিত হয়। গানটির সুরারোপ করেছেন  সুরকার প্লাবন কোরেশী, সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ, গানটির কথা লিখেছেন গীতিকবি নীহার আহমেদ।

২০২২ সালে তিনি হাবিব মোস্তফা’র কথা ও সুরে তিনটি গানে কণ্ঠ দেন। ‘মনবাসরে আছো সখি’, ও ‘শ্যামের বাঁশি’ শিরোনামের গানদুটি মডার্ন ফোক ধাঁচের, ‘নবি কামলিয়ালা’ শিরোনামের অপর গানটি ইসলামিক ঘরানার। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ ও এফ এ সুমন। একই বছর প্রকাশ হয় এফ এ সুমনের গানচিত্র ‘জানি না কীভাবে’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। সৈকত রেজার নির্মাণে গানচিত্রে মডেল হলেন আদর আহমেদ ও শাকিলা পারভিন।

 

আবিদ রনি

আবিদ রনি একজন সঙ্গীত পরিচালক। তিনি ‘প্রেমের বাধা’, ‘ভালোবাসা দিবি কিনা বল’, ‘পাগল তোর জন্য রে’, ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রঙধনু’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন।

মঈন বিশ্বাস

মঈন বিশ্বাস (Moin Biswas) একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। পাগল তোর জন্য রে চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষিক্ত হন।

তার ফেসবুক প্রোফাইল: Moin Biswas Dir

বেলাল খান

সঙ্গীতশিল্পী ও সুরকার বেলাল খান “পাগল তোর জন্য” গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির গানের জন্য সেরা গায়ক হিসেবে বাচসাস পুরস্কার পান।

এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামানের (ATM Shamsuzzaman) পরিচয় একাধিক। তিনি একজন কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে লেখক হিসেবে সুনাম অর্জন শেষে অভিনয়ে থিতু হন এটিএম শামসুজ্জামান, চলচ্চিত্র নির্মান কাজেও নিজেকে যুক্ত করেছেন বছর কয়েক আগে। Continue reading

ওমর সানী

ওমর সানি একজন তারকা চলচ্চিত্র অভিনেতা। তার প্রথম অভিনীত ছবি ‘চাঁদের আলো’। চিত্রনায়িকা মৌসুমীর সাথে জুটি বেধে ওমর সানি অনেকগুলো ব্যবসা সফল এবং জনপ্রিয় ছবি উপহার দেন। Continue reading