চন্দনা

চন্দনা ‘লাল টিপ’ ছবির শব্দ পুনঃসংযোজন করেছেন।

এলিজা

এলিজা ‘লাল টিপ’ চলচ্চিত্রের রূপসজ্জার দায়িত্ব পালন করেন।

রায়হান খান

রায়হান খান একজন চিত্রগ্রাহক,  লেখক ও চলচ্চিত্র  সম্পাদক। তিনি ‘লাল টিপ’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ভালোবাসা এমনই হয়’, ও ‘মৃধা বনাম মৃধা’ ছবির চিত্রগ্রহণ করেছেন। এছাড়া তিনি ‘ভালোবাসা এমনই হয়’ ও ‘মৃধা বনাম মৃধা’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন।

মুনিরা ইউসুফ মেমী

মুনিরা ইউসুফ মেমী ২০০০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘লালসালু’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। চলচ্চিত্রে অনিয়মিত মেমীকে ‘লালসালু’র এক দশক পর ‘লাল টিপ’ এবং ২০১৭ সালে ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রে দেখা যায়।

মেমীর প্রিয় অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা, তারানা হালিম, আফজাল হোসেন ও হুমায়ুন ফরীদি।

তার মেয়ে নুরেন দুর্দানা।

কুসুম শিকদার

অভিনেত্রী কুসুম শিকদারের চলচ্চিত্রে আগমন ঘটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ‘গহীনে শব্দ’ ছবি দিয়ে। এরপর তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘লালটিপ’ ছবিতে অভিনয় করেন। ২০১৬ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত গৌতম ঘোষের ‘শঙখচিল’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

কুসুমের জন্ম ১২ এপ্রিল। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে পড়াশোনা করেছেন।