জিন্নাত হোসেন জিন্নাহ

জিন্নাত হোসেন জিন্নাহ একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘বীরপুরুষ’, ‘কমান্ডার’, ‘এই ঘর এই সংসার’, ‘বাঘের থাবা’ প্রভৃতি ছবির সম্পাদনা করেন।

কাশেম আলী দুলাল

কাশেম আলী দুলাল একজন লেখক। তিনি ‘ত্যাগ’, ‘কঠিন প্রেম’, ‘বাংলার ডন’, ‘বস নাম্বার ওয়ান’, ‘কিস্তিমাত’, ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির কাহিনী লিখেছেন।

মোঃ শফিকুর রহমান

মোঃ শফিকুর রহমান একজন চলচ্চিত্র প্রযোজক। তার প্রযোজিত চলচ্চিত্রগুলো হল ‘প্রেম কয়েদী’ ও ‘মুসা ভাই’।

সাংকো পাঞ্জা

১৯৯৭ সালে মৃত্যুর সাথে পাঞ্জা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা।

তানহা মৌমাছি

চিত্রনায়িকা তানহা মৌমাছির প্রথম চলচ্চিত্র রয়েল খান যে গল্পে ভালোবাসা নেই। তবে তিনি রূপালী পর্দায় অভিষিক্ত হন ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

মাধবী

চিত্রনায়িকা মাধবীর চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘জাদরেল সন্তান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি ‘প্রেম কয়েদী’ ছবিতে অভিনয় করেন।

এম বি মানিক

মুসা ভাই, এক টাকার দেনমোহর, বলো না তুমি আমার প্রভৃতি চলচ্চিত্রের পরিচালক হিসেবে যিনি পরিচিত তিনি এম বি মানিক (M B Manik)। আসল নাম বাহার উদ্দিন বাহার হলেও দ্বিতীয় চলচ্চিত্র পরিচালনার সময় থেকে তিনি এম বি মানিক নাম ব্যবহার শুরু করেন এবং এ নামেই পরিচিতি লাভ করেন। Continue reading