আবুল কালাম ফরাজী

আবুল কালাম ফরাজী একজন রূপসজ্জাকর। তিনি ‘রঙ্গীন নয়নমনি’, ‘বিয়ের ফুল’, ‘স্বপ্নের বাসর’, ‘মিলন হবে কত দিনে’ ছবিতে রূপসজ্জার কাজ করেছেন।

সিনথিয়া

সিনথিয়া ‘চারিদিকে অন্ধকার’ ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘মেয়ে সাক্ষী’। তার অভিনীত অন্যান্য ছবি হল ‘তুমি আমার প্রেম’, ‘বড় ভাই জিন্দাবাদ’, ‘তুই শুধু আমার’, ‘জীবনে তুমি মরণেও তুমি’, ‘এক জনমের কষ্টের প্রেম’ ও ‘অবুঝ প্রেম’।

সূচনা

সূচনা ‘ভণ্ড নায়ক’, ‘গোপন শত্রু’, ‘ক্ষমতার গরম’, ও ‘রাজধানীর রাজা’ ছবিতে দ্বিতীয় ও তৃতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন।

শামসুদ্দিন হীরা

শামসুদ্দিন হীরা একজন গীতিকার। তিনি ‘মিলন হবে কত দিনে’ ও ‘রাজধানীর রাজা’ চলচ্চিত্রের গীত রচনা করেছেন।

আলী আকবর খান এমদাদ

আলী আকবর খান এমদাদ একজন চিত্রগ্রাহক। তিনি ‘খলনায়িকা’, ‘হাই রিস্ক’, ‘টেনশন’, ‘কখনও ভুলে যেওনা’ ছবির চিত্রগ্রহণ করেছেন।

ওয়াজেদ আলী বাবলু

ওয়াজেদ আলী বাবলু একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি পরিচালক দিলীপ সোমের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। দিলীপের সহকারী হিসেবে তিনি ‘দোলা‘ ছবিতে কাজ করেছেন। এছাড়া তিনি জাকির হোসেন রাজুর প্রধান সহকারী হিসেবে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ ছবিতে কাজ করেছেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এ দেশ কার!’। এরপর তিনি ‘রাজধানীর রাজা’ ছবি পরিচালনা করেছেন।

তার জন্ম ১৯৬৬ সালের ১ এপ্রিল রাজশাহীর পুটিয়ায়। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি।

বাসু চ্যাটার্জী

মধ্যবিত্ত পরিবারের প্রেম ভালোবাসা নিয়ে ছবি বানিয়ে খ্যাতি অর্জন করেন বাসু চ্যাটার্জী (Basu Chatterjee)। তার জন্ম রাজস্থানের আজমেরে হলেও তিনি কয়েকটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘হঠাৎ বৃষ্টি’ ও ‘হঠাৎ সেদিন’ তার উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র। এছাড়া তিনি ‘এক কাপ চা’ ছবির চিত্রনাট্য রচনা করেছিলেন।