মোঃ সাজ্জাদ হোসেন একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ‘বাংলার বউ’ ও ‘আমাদের ছোট সাহেব’ ছবি প্রযোজনা করেছেন।
News Category:
আবুল কাশেম মিঠুন
আশির দশকে মিঠুনের চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘ভেজা চোখ’, ‘আয়না বিবির পালা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘বাবা কেন চাকর’। এছাড়া তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন।
অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গেও জড়িত ছিলেন এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
শেখ আবুল কাশেম মিঠুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুরে। তিনি বেশ কিছু দিন কিডনি ও উচ্চরক্তচাপজনিত রোগে ভুগে ২০১৫ সালের ২৫ মে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সি বি জামান
বর্ষীয়ান পরিচালক ও অভিনেতা সি বি জামান ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র ‘পুরস্কার’ ১৯৮৩ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।
জামানের জন্ম আসামের গৌরীপুরে। তার বাবার নাম ইমাদুর রহমান চৌধুরী ও মায়ের নাম শরীফা খাতুন। তিনি এমসি কলেজে পড়াশোনা করেছেন।
তার স্ত্রী ফাতেমা জামান। তাদের একমাত্র সন্তান চৌধুরী ফরহাদুজ্জামান (সি এফ জামান)।
সি বি জামান ২০২৪ সালের ২০ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে ২০২৩ সালের এপ্রিলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মোহাম্মদ শফিউল্লাহ
মোহাম্মদ শফিউল্লাহ একজন সহকারী পরিচালক। তিনি ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের বাসর’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘ভাইয়া’ প্রভৃতি ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
সাইফুল
সাইফুল একজন রূপসজ্জাকার।
আব্দুল লতিফ
আব্দুল গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের প্রথম সুরকার।
শাকিবা
শাকিবার প্রথম অভিনীত ছবি ভন্ড নেতা।
শাকিবার জন্ম মানিকগঞ্জে। তার পুরো নাম সাকিবা বিনতে আলী। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।
জয় চৌধুরী
এক জবান চলচ্চিত্রের মাধ্যমে ২০১১ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে জয় চৌধুরীর (Joy Chowdhury)। অবশ্য এক জবান চলচ্চিত্রে তার নাম ছিল জয় খান।
জয় পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)তে।
জয় চৌধুরীর ফেসবুক প্রোফাইল: Joy Chowdhury