মেহেদী

বাংলাদেশের চলচ্চিত্রে এক নামেই সবাই চেনে, তিনি মেহেদী। তবে এই নামে তিনি বিখ্যাত নন, কুখ্যাত। চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য পুরুষদের তালিকা করা হলে যার নাম থাকে সকলের শীর্ষে তিনিই মেহেদী।  Continue reading

মির্জা সাখাওয়াত হোসেন

মির্জা সাখাওয়াত হোসেন একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি ‘হরিজন’ ও ‘একজন মহান পিতা’ ছবি নির্মাণ করেছেন।

আমিরুল হক চৌধুরী

আমিরুল হক চৌধুরী একজন দর্শকপ্রিয় অভিনেতা এবং পরিচালক। মূলত মঞ্চ এবং টেলিভিশন পর্দায় অভিনয় করলেও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি কিছু টেলিছবি নির্মান করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে তিনি তার প্রথম টেলিফিল্ম নির্মান করেন। পরবর্তীতে তিনি একজন গণি মিয়া নামের টেলিফিল্মও নির্মান করেন। দুটো টেলিফিল্মেরই চিত্রনাট্য রচনা করেছেন আমিরুল হক চৌধুরী স্বয়ং। তিনি অল্প কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন।

মানিক মানবিক

মানিক মানবিক (Manik Manobik) একজন নাট্যকার এবং নির্মাতা। শোভনের স্বাধীনতা তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।

১৯৯৫ সাল থেকে নাটক করছেন মানিক। তার আগে তিনি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি প্রয়াত পরিচালক শিবলী সাদিকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। অভিনয়ও করেছেন কিছু ছবিতে। সেগুলো তেমন উল্লেখযোগ্য কিছু নয়। লেখালেখি থেকে পরিচালনায় আসার পর থেকেই ছবি বানানোর চেষ্টা করতে থাকেন। অনুদানের জন্য চেষ্টা করেছেন অনেকবার। শোভনের স্বাধীনতা’র অনুদানপ্রাপ্তি তাকে চলচ্চিত্র নির্মাতা হওয়ার সুযোগ করে দেয়।

রবি চৌধুরী

রবি চৌধুরী ভালোবেসে সহশিল্পী ডলি সায়ন্তনীর সাথে ঘরে বেঁধেছিলেন। তাদের সংসারে একটি সন্তানও জন্ম নিয়েছিল। কিন্তু সে সংসার বেশীদিন টিকেনি। পরবর্তীতে তিনি চট্টগ্রামের একটি মেয়েকেও বিয়ে করেছিলেন। কিন্তু সে সংসারও টিকে নি। পরবর্তীতে রবি চৌধুরী ভালোবেসে বিয়ে করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী রিফাত রামিজা। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারী তারিখে তারা রাজধানীর মেরুল বাড্ডায় শিল্পীর নিজের বাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পাঁচ মাস পরে ২৬ জুলাই নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে কন্যাসন্তানের পিতা হওয়ার মাধ্যমে সংবাদমাধ্যমে মুখরোচক আলোচনার কেন্দ্রবিন্দু হন রবি চৌধুরী। নবজাতক সন্তানের নাম রাখা রায়না চৌধুরী রোজা।

শহীদুল্লাহ ফরায়েজী

শহীদুল্লাহ ফরায়েজী একজন গীতিকবি। তিনি ‘মাটির ফুল’, ‘রূপকথার গল্প’, ‘মিয়া বিবি রাজি’, ‘অবতার’ প্রভৃতি ছবির গান লিখেছেন।