মঞ্চ ও টিভি নাটক থেকে বাংলা চলচ্চিত্রে আসেন শহিদুল আলম সাচ্চু। প্রথম অভিনয় করেছিলেন ‘বাংলা নামের দেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রে।
News Category:
খোন্দকার নূরুল আলম
খোন্দকার নূরুল আলম বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম পরিচিত মুখ। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেই তার পরিচিতি।
খলিলুর রহমান
খলিলুর রহমান একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রূপসজ্জাকার। তিনি ‘বীরপুরুষ’, ‘ভন্ড’, ‘বাঘের থাবা’, ‘শ্যামল ছায়া’, ‘দারুচিনি দ্বীপ’, ‘আমার আছে জল’, ‘চেহারা’, ‘প্রহেলিকা’ প্রভৃতি ছবির রূপসজ্জার দায়িত্ব পালন করেন।
মকসুদ জামিল মিন্টু
মকসুদ জামিল মিন্টু (Maksud Jamil Mintu) একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক। সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ এর প্রায় সকল চলচ্চিত্রেই মকসুদ সুর-সঙ্গীত আয়োজন করেছেন। Continue reading
মহিউদ্দিন ফারুক
মহিউদ্দিন ফারুক একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্প নির্দেশক। উদয়ন চৌধুরীর (ইসমাইল মোহাম্মদ) ‘পুনম কি রাত’ ছবিতে শিল্প নির্দেশক হিসেবে তার চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয়। এরপর প্রায় ২০০ চলচ্চিত্রে শিল্প নির্দেশনা দিয়েছেন। বসুন্ধরা (১৯৭৭), ডুমুরের ফুল (১৯৭৮), পিতা মাতা সন্তান (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭), মেঘলা আকাশ (২০০১) এবং মনের মানুষ (২০১০) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন চলচ্চিত্রে বাচসাস পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কার-সহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন মহিউদ্দিন ফারুক।
মহিউদ্দিন ফারুক ১৯৪১ সালের ৩ মার্চ মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার আড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আয়েত আলী সরকার ও মা দুধমেহের খানম। বাবা ছিলেন স্কুল শিক্ষক। ২ ভাই ১ বোনর মধ্যে তিনি সবার ছোট। নিজ গ্রামের আড়ালিয়া প্রাইমারি স্কুলে তার লেখাপড়ার হাতে খড়ি।
ব্যক্তিগত জীবনে ১৯৬৫ সালে তিনি ফাতেমা আক্তার বানুকে বিয়ে করেন। তাদের ১ মেয়ে ও ২ ছেলে। তিনি ২০২০ সালের ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।