আলী আকবর খান এমদাদ

আলী আকবর খান এমদাদ একজন চিত্রগ্রাহক। তিনি ‘খলনায়িকা’, ‘হাই রিস্ক’, ‘টেনশন’, ‘কখনও ভুলে যেওনা’ ছবির চিত্রগ্রহণ করেছেন।

ওয়াজেদ আলী বাবলু

ওয়াজেদ আলী বাবলু একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি পরিচালক দিলীপ সোমের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। দিলীপের সহকারী হিসেবে তিনি ‘দোলা‘ ছবিতে কাজ করেছেন। এছাড়া তিনি জাকির হোসেন রাজুর প্রধান সহকারী হিসেবে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ ছবিতে কাজ করেছেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এ দেশ কার!’। এরপর তিনি ‘রাজধানীর রাজা’ ছবি পরিচালনা করেছেন।

তার জন্ম ১৯৬৬ সালের ১ এপ্রিল রাজশাহীর পুটিয়ায়। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি।

বাসু চ্যাটার্জী

মধ্যবিত্ত পরিবারের প্রেম ভালোবাসা নিয়ে ছবি বানিয়ে খ্যাতি অর্জন করেন বাসু চ্যাটার্জী (Basu Chatterjee)। তার জন্ম রাজস্থানের আজমেরে হলেও তিনি কয়েকটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘হঠাৎ বৃষ্টি’ ও ‘হঠাৎ সেদিন’ তার উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র। এছাড়া তিনি ‘এক কাপ চা’ ছবির চিত্রনাট্য রচনা করেছিলেন।

সুমন সাকেব

সুমন সাকেব ‘কি দারুণ দেখতে’ ছবির প্রযোজক।

শাহরিয়াজ

শাহরিয়াজ বাংলাদেশী চলচ্চিত্রের একজন উঠতি অভিনেতা। ‘কি দারুন দেখতে‘ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন। চলচ্চিত্রে আগমনের পূর্বে এবং চলচ্চিত্রের পাশাপাশি শাহরিয়াজ টিভি পর্দায়ও অভিনয় করেন। Continue reading