হানিফ আকন দুলাল একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘হটাও দুর্নীতি’, ‘চান্দি গরম’, ‘জলন্ত নারী’, ও ‘বাবু খুনী’ ছবি পরিচালনা করেছেন। এছাড়া তিনি ‘শুধু তুমি’, ‘তিন বাদশা’, ‘মহড়া’, ‘ডেঞ্জার মেয়ে’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
News Category:
মোঃ দুলাল
মোঃ দুলাল একজন ব্যবস্থাপক।
নজরুল শেখ
নজরুল শেখ একজন নৃত্য পরিচালক। তিনি ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘অধিকার চাই’ ও ‘আজকের সন্ত্রাসী’ ছবির নৃত্য পরিচালনা করেছেন।
মেহেদী হাসান লিটেল
মেহেদী হাসান লিটেল একজন নৃত্য পরিচালক। তিনি ‘শুধু তুমি’, ‘জীবনসঙ্গী’ প্রভৃতি চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন।
মোঃ আখতারুল হক
মোঃ আখতারুল হক একজন আবহ সঙ্গীত পরিচালক। তিনি ‘আত্মরক্ষা’, ‘শুধু তুমি’ ও ‘তুমি শুধু আমার’ ছবিতে কাজ করেছেন।
দুলাল সরকার
দুলাল সরকার অসংখ্য ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল – ‘কমান্ডার’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘শুধু তুমি’, ‘হাছন রাজা’, ‘সাজঘর’, ‘প্রিয়া তুমি সুখী হও’ ইত্যাদি।
মন্টু চৌধুরী
মন্টু চৌধুরী ‘তোমাকে চাই’, ও ‘শুধু তুমি’ ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘অধিকার চাই’। এটি তার মৃত্যুর পর মুক্তি পায়।
শামা
মাত্র দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মডেলিং থেকে চলচ্চিত্রে আসা শামা। ১৯৯৭ সালে জীবন সঙ্গী চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও পরিচিত হয়ে আছেন সালমান শাহ’র সাথে শুধু তুমি ছবিতে অভিনয়ের কারনে।
শামার প্রকৃত নাম নাসিমা আহমেদ শামা। অনেকে তাকে শ্যামা বলে ও ডাকতেন। তিনি ১৯৭৪ সালের ১৩ই জুন ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন। তবে তার পৈত্রিক নিবাস বরিশাল জেলায়।
মাত্র সাত বছর বয়সে বাবার সঙ্গে লন্ডনে চলে যান।সেখানে O লেভেল পড়াশুনা শেষে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে এসে A লেভেল শেষ করেন। এরপর শখের বশে মডেলিং করেন। তিনি বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপন হচ্ছে গোয়ালিনী কনডেন্স মিল্ক, মারবেলন, স্যান্ডেলিনা সোপ ইত্যাদি। তিনি যখন মডেলিংয়ে জনপ্রিয় হয়ে উঠেন ঠিক তখন ই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। পরিচালক সোহানুর রহমান সোহানের “স্বজন” চলচ্চিত্রে প্রথমে শামার অভিনয়ের কথা ছিলো।পরে অজানা কারনে বাদ পরে যান।
শামা ১৯৯৬ সালে শামা প্রথম “জীবন সঙ্গী” চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে তার বিপরীতে জাহিদ হাসান অভিনয় করেছিলেন। এই ছবির গানগুলো অনেক জনপ্রিয় ছিলো। এরপর শামা চিত্রনায়ক সালমান শাহ এর বিপরীতে “শুধু তুমি” চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। কিন্তু ছবিটি সালমান শাহ সমাপ্ত করে যেতে পারে নাই। পরে সোহেল চৌধুরী নামের এক ব্যক্তিকে দিয়ে এই সিনেমায় সালমান শাহর প্রক্সি দেওয়া হয়। এই নিঝুম নিরালায় গানটিতে স্পষ্ট বোঝা যায় এটি সালমান শাহ নয়। “জীবন সঙ্গী” চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এবং “শুধু তুমি” চলচ্চিত্রটি মোটামুটি সাফল্য পায়।
শামার অভিনয় বেশ প্রশংসনীয় ছিলো। শুধু তুমি চলচ্চিত্রটি মুক্তি পর ঐসময় অনেক পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন শামাকে দিয়ে তাদের ছবিতে অভিনয় করাবে। কিন্তু মাত্র দুটি ছবিতেই তার কর্মজীবনের সমাপ্তি ঘটে, কারণ ১৯৯৭ সালের ২৯ আগস্ট রাজধানীতে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেন তিনি।