জয়া আহসানকে নিয়ে নির্মিতব্য সাই-ফাই চলচ্চিত্র ‘পারলে ঠেকা’র ‘জঙ্গলের ডাক’ গানটি যখন অনলাইনে মুক্তি দেয়া হল তখনই পরিচালক হিসেবে সামুরাই মারুফকে চিনে নিল সারা দেশের মানুষ। পরিচালক হিসেবে চিনলেও বিজ্ঞাপন এবং সিনেমা নির্মাতারা তাকে চিনেন আসল পরিচয়ে – তিনি একজন শিল্প নির্দেশক। শিল্প নির্দেশনায় নিয়মিত কাজের পাশাপাশি প্রথম চলচ্চিত্র নির্মানের প্রস্তুতি নিচ্ছেন সামুরাই মারুফ। Continue reading
News Category:
আমিনুল হক
আমিনুল হক একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক।
মনিরুল ইসলাম সোহেল
মনিরুল ইসলাম সোহেল একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘স্বপ্ন যে তুই’ ও ‘বাজে ছেলে – দ্য লোফার’ ছবির পরিচালনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন।
আতিকুর রহমান লিটন
আতিকুর রহমান লিটন বেশ কিছু ছবিতে খলনায়ক হিসেবে অভিনয় করার পর ‘দাবাং’ চলচ্চিত্রে লিটন হাশমী নামে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে।
বিন্দিয়া
নাজিম উদ্দিন চেয়ারম্যানের আবিষ্কার বিন্দিয়ার প্রথম চলচ্চিত্র ‘দাবাং’ অশ্লীলতার দায়ে অভিযুক্ত এবং সমালোচিত। দাবাং চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় প্রথম উপস্থিত হলেও বিন্দিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র জান পরবর্তীতে মুক্তি পায়।
প্রথম ছবিতেই বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য সমালোচিত হলেও বিন্দিয়া বলেছেন ভিন্ন কথা, ‘দাবাং দিয়ে আমার রুপালি পর্দায় যাত্রা। তাই নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। আমার অভিনীত কোনো অংশে আপত্তিকর কিছু ছিল না। যাঁরা সমালোচনা করেছেন, তাঁরা আসলে মন দিয়ে ছবিটি দেখেননি। আমি অভিনয় করতে এসেছি, সমালোচনার পাত্র হতে নয়।’
অভিনয়ের টানে খুলনা থেকে ঢাকায় আসা বিন্দিয়া জান চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাড়ানোর আগে কখনো অভিনয় করেন নি। চলচ্চিত্রে তার নিজস্ব অবস্থান তৈরী করার লক্ষ্যে নিয়মিত অভিনয়-নাচ-জিম চালিয়ে যাচ্ছেন বিন্দিয়া।
নিজের অভিনয় সম্পর্কে দৈনিক কালের কন্ঠের সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, ”শেখার অনেক বাকি আছে আমার। অভিনয় সারা জীবনই শিখতে হয়। তাই বিভিন্ন দেশের, বিভিন্ন চরিত্রের ছবিগুলো খুব মন দিয়ে দেখছি। আমি পরিশ্রম করতে চাই। ভালো কিছু দিতে চাই। নায়িকা নয়, বরং ভালো একজন অভিনেত্রী হতে চাই।’
ডি এইচ বাদল খান
ডি এইচ বাদল খান একজন চলচ্চিত্র পরিচালক। তিনি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ঝন্টুর সহকারী হিসেবে ‘সবাইতো ভালোবাসা চায়’ ও ‘সাথী হারা নাগিন’ ছবির সহযোগী পরিচালক।
তিনি ‘নিষ্পাপ বধূ’, ‘প্রেমিক ডাকাত’, ‘অসভ্য মানুষ’ চলচ্চিত্র পরিচালনা করেছেন।