প্রিয়াংকা

প্রিয়াংকা ভারতের অভিনেত্রী। বাংলাদেশের মাত্র একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

আবুল হোসেন

আবুল হোসেন একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘বাংলার পাগলু’, ‘কথা দিলাম’ ও ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্র সম্পাদনা করেছেন।

নুসরাত পাপড়ী

নুসরাত পাপড়ী ‘মমতাজ’, ‘গার্মেন্টস কন্যা’, ‘কুমারী মা’, ‘রাজা ৪২০’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

মাসুদ টিটু

মাসুদ টিটু ‘কুমারী মা’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

মুনির হোসেন আবুল

মুনির হোসেন আবুল একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি সম্পাদক এনামুল হকের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘জামানা’। এরপর তিনি ‘বুকের ভেতর আগুন’, ‘এখনো অনেক রাত’, ‘মুক্তি চাই’, ‘রাঙা বউ’, ‘লাভ ইন থাইল্যান্ড’, ‘আজ গায়ে হলুদ’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘দোজখ’, ‘জুয়াড়ী’, ‘বৃষ্টিভেজা আকাশ’, ‘হৃদয় আমার নাম’, ‘চাঁদের মত বউ’ প্রভৃতি চলচ্চিত্র সম্পাদনা করেন।

তিনি নিউ লাইফ ভিডিও প্রতিষ্ঠানের কর্ণধার।

তার জন্ম ১৯৬০ সালের ২১ ফেব্রুয়ারি খুলনায়। পরিচালক এ আর রহমান তার ছোট ভাই।