অপু বিশ্বাস

অবন্তী বিশ্বাস অপু বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা। অবশ্য এ নামে খুব অল্প মানুষই চিনে তাকে, সবাই চিনে অপু বিশ্বাস নামে। ২০০৫ সালে ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হলেও পরিচিতি পান শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে। দর্শক এতটাই পছন্দ করেছিল এই জুটিতে যে – অপু বিশ্বাসের বেশিরভাগ ছবির নায়কই শাকিব খান। অবশ্য পরবর্তীতে শাকিব খানকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার মুখেও পড়েন তিনি। Continue reading

আকলিমা বেগম

আকলিমা বেগম ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

রশীদ উদ্দিন

রশিদ উদ্দিন একজন বাউল কবি। সেইসাথে তিনি লোকজ দার্শনিক, ধর্মতাত্ত্বিক, সাম্যবাদী মরমি সাধক। তিনি ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে ব্যবহৃত তার লেখা ‘মানুষ ধর মানুষ ভজ’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

আবুল খায়ের

চোখে চশমা পড়া বুড়ো লোকটি একটি গাছ খুঁজছেন, অর্জুন গাছ, ঔষধ বানানোর জন্য। তিনি কবিরাজ। গাছ পাওয়া গেল না। বাবা যে গাছ লাগিয়েছিল, সন্তান সেই গাছ বিক্রি করে দিয়েছে। হতাশ কন্ঠে কবিরাজ বলেন, ‘আমি আর আপনেগো কবিরাজ না। আপনেরা চাইলেও আমি আর ঔষধ দিতে পারুম না’। এরপর তিনি হাটের মধ্যে গাছের চারা বিলি করেন আর বলেন, ‘আর আমাগো সন্তানেরা, তোমাদের জন্য ট্যাকার গাছ লাগাইলাম, অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম’। ছোট্ট কিন্তু শক্তিশালী মেসেজসহ এই ভিডিওটি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন প্রচারিত হয়েছিল। ভিডিওর বুড়ো কবিরাজের নাম আবুল খায়ের, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুণী অভিনেতা।  Continue reading

রওশন জামিল

রওশন জামিল (Rowshan Jamil) এর পরিচয় দুটো – তিনি একজন নৃত্যশিল্পী এবং তিনি একজন অভিনেত্রী। শৈশব থেকেই তিনি নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৬৭ সালে আলীবাবা চলচ্চিত্রের মাধ্যমে  চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে অভিনয়ের মাধ্যমেই জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকের মত পুরস্কার।

চলচ্চিত্রে অভিনয় ছাড়াও রওশন জামিল টেলিভিশনে অভিনয় করেছেন। ‘ঢাকায় থাকি’ ‘সকাল সন্ধ্যা’ তার অভিনীত উল্লেখযোগ্য নাটক।

নৃত্যশিল্পী গওহর জামিল তার স্বামী। গওহর জামিলের কাছে নৃত্যশিক্ষা গ্রহণের সময়ই তারা প্রণয়াবদ্ধ হন এবং গওহর জামিল ইসলাম ধর্ম গ্রহণ করলে তারা পরিণয়ে আবদ্ধ হন। পরবর্তীতে  ১৯৬০ সালে দুজনে মিলে ঢাকাতে নৃত্য প্রশিক্ষন কেন্দ্র জাগো আর্ট সেন্টার প্রতিষ্ঠা করেন। স্বামীর মৃত্যুর পর রওশন জামিল একাই কেন্দ্রটি পরিচালনা করতেন।

মাসুম রহমান

মাসুম রহমান ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের শিল্প নির্দেশক।