News Category:
রুমানা মালিক মুনমুন
লাক্স তারকা মুনমুন (Munmun) একজন মডেল, উপস্থাপিকা এবং অভিনেত্রী। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে তিনি সকলের দৃষ্টি কাড়েন। পরবর্তীতে তিনি বাতাসের খাঁচা নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন। প্রথম নাটকেই তিনি অভিনয় দক্ষতার প্রমাণ দেন। পরবর্তীতে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপে অভিনয়ের মাধ্যমে তিনি রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। অবশ্য মুনমুন চলচ্চিত্রে নিয়মিত হন নি, বরং ছোট পর্দায় অভিনয় এবং উপস্থাপনায় তাকে নিয়মিত দেখা যায়।
ব্যক্তিগত জীবনে মুনমুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌফিক হাসানের সহধর্মিনী।
তৌকীর আহমেদ
তৌকীর আহমেদ (Touquir Ahmed) মূলত একজন অভিনেতা, কাজ করেছেন মঞ্চে, টেলিভিশনে এবং চলচ্চিত্রে। তবে অভিনয় থেকে তিনি নাট্য নির্দেশনা এবং চলচ্চিত্র পরিচালনায় আসেন। বর্তমানে তিনি পরিচালনার কাজ নিয়েই বেশী ব্যস্ত। Continue reading
রেফায়েত কবির রনি
রেফায়েত কবির রনি একজন শব্দগ্রাহক। তিনি ‘গঙ্গাযাত্রা’ ও ‘ঘেটুপুত্র কমলা’ ছবির শব্দগ্রহণ করেছেন।