গাউসুল আলম শাওন

টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের সাথে জড়িত গাউসুল আলম শাওন ‘আয়নাবাজি’ চলচ্চিত্র দিয়ে চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। প্রথম চলচ্চিত্রেই তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে অনম বিশ্বাসের সাথে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

শিবরাম শর্মা

শিবরাম শর্মা ‘সম্রাট’ ও ‘নন্দিনী’ ছবিতে নৃত্য পরিচালনা করেছেন।

জনি হক

জনি হক ‘সম্রাট’, ‘পরবাসিনী’, ‘গেইম রিটার্নস’ ছবির গান লিখেছেন।