রাশেদুজ্জামান রাশেদ

রাশেদুজ্জামান রাশেদ একজন সহকারী পরিচালক। তিনি ‘দাঙ্গাবাজ’, ‘আজকের সন্ত্রাসী’, ‘নারী আন্দোলন’, ‘লণ্ড ভণ্ড’ ছবিতে প্রধান সহকারী পরিচালক এবং ‘বিল্লু মাস্তান’ ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন।

খালেক আকন্দ

আব্দুল খালেক আকন্দ একজন প্রযোজনা ব্যবস্থাপক। তিনি ‘বিদ্রোহী প্রেমিক’, ‘আত্মসাৎ’ ও ‘লণ্ডভণ্ড’ ছবির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন।

বাদশা ভাই

বাদশা ভাই নামে পরিচিত চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন বাদশা ‘রানী কেন ডাকাত’, ‘কাল্লু মামা’, ‘জগী ঠাকুর’, ‘বোবা খুনী’, ‘স্ত্রী কেন শত্রু’, ‘রাঙা মাস্তান’, ‘লণ্ড ভণ্ড’ ছবির নির্মাণ করেছেন। তিনি অশ্লীল চলচ্চিত্র নির্মাণের অভিযোগে অভিযুক্ত।

অনু দে

অনু দে একজন চিত্রগ্রাহক। তিনি ‘ঘাটের মাঝি’ ও ‘মাস্তান সম্রাট’ ছবির চিত্রগ্রহণ করেছেন।

জেড এইচ বাদল

জেড এইচ বাদল ‘এতিম রাজা’, ‘মহিলা হোস্টেল’, ‘মাস্তান সম্রাট’ প্রভৃতি ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।