News Category:
নাসরিন আক্তার
নাসরিন আক্তার ‘রানওয়ে’ ছবিতে অভিনয় করেছেন।
তারেক মাসুদ
তারেক মাসুদ (Tareque Masud)বাংলা চলচ্চিত্রের আকাশে ক্ষণজন্ম এক নক্ষত্রের নাম। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌছে দেয়ার জন্য যে কজন মানুষ ভূমিকা পালন করেছেন তারেক মাসুদ তার অন্যতম। চলচ্চিত্র নির্মানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিষয়কে এবং বাংলাদেশকে তুলে ধরার দায়িত্ব নিয়েছিলেন যেন তিনি। এই চলচ্চিত্র নির্মানকার্যে ব্যস্ত থাকা অবস্থায়ই আকস্মিকভাবে মহাপ্রয়ান ঘটে বাংলা চলচ্চিত্রের এই কৃতি সন্তানের। Continue reading
নিলয়
মডেল-অভিনেতা নিলয় (Niloy) মিডিয়াতে আসেন ২০০৯ সালে এনটিভিতে প্রচারিত সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’-এ অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পদার্পন করেন।
নিলয় একই সাথে মডেলিং, টিভি নাটক এবং চলচ্চিত্রে কাজ করছেন। বাংলালিংক দেশ বিজ্ঞাপনে মডেলিং করে তিনি সকলের দৃষ্টি কাড়েন।
শোবিজের মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বজায় থাকলেও ২০১৩ সালের মাঝামাঝি সময়ে সম্পর্কে ভাঙ্গন ধরে। পরবর্তীতে ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রের প্রচারনার সময় দুজনের সম্পর্ক পুনরায় জোড়া লাগছে এমন সংবাদে দুজনেই অস্বীকার করে নিজেদের বন্ধু হিসেবে পরিচয় দেন।
নিলয়ের বাবা আওলাদ হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মা আসমা হোসেন একজন গৃহিনী। নিলয়ের ব্যক্তিগত ওয়েবসাইটের ঠিকানা – নিলয়আলমগীর ডট কম।