News Category:
এ কে খোকন
এ. কে. খোকন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি ‘আসামী বধূ’ ছবির সহকারী পরিচালক এবং ‘ঘর জামাই’ ও ‘সাজঘর’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
মনির হোসেন মুন্নু
মনির হোসেন মুন্নু একজন চলচ্চিত্র সম্পাদক। তার উল্লেখযোগ্য কাজ হল ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভিতর আগুন’, ‘নাচোলের রানী’, ‘সাজঘর’, ‘গঙ্গাযাত্রা’ প্রভৃতি। এছাড়া তিনি ‘আসামী বধূ’, ‘শান্তি চাই’ ও ‘আনন্দ অশ্রু’ প্রভৃতি চলচ্চিত্রের প্রধান সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।
সাথী ইসলাম
সাথী ইসলাম একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘নিরন্তর’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।
নাসিম রেজা শাহ
নাসিম রেজা শাহ ‘কিত্তনখোলা’ ও ‘নিরন্তর’ ছবির শব্দগ্রাহক।