News Category:
মতিউর রহমান
মতিউর রহমান একজন ব্যবস্থাপক।
আলাউদ্দিন
আলাউদ্দিন একজন অঙ্গসজ্জাকার। তিনি ‘তবুও ভালবাসি’, ‘তোমার আছি তোমারই থাকব’, ‘স্বপ্নছোঁয়া’, ও ‘তুই শুধু আমার’ চলচ্চিত্রের অঙ্গসজ্জার দায়িত্ব পালন করেছেন।
আবুল খায়ের
আবুল খায়ের একজন চিত্রগ্রাহক।
শফি বিক্রমপুরী
শফি বিক্রমপুরী একজন স্বনামধন্য পরিচালক, প্রযোজকক এবং রাজনীতিবিদ। ৭০-৮০ দশকের সময়ে শফি নামে দুইজন পরিচালকের বাংলা সিনেমার জগতে আর্বিরভাব ঘটে। রাজদুলালী এবং দি রেইন এই সিনেমার দুইটি পরিচালক ছিলেন এই শফিদ্বয়। এই ছবি দুইটি সেই সময়ে সিনেমার জগতে খুবই আলোচিত হয়। কিন্তু কোন ছবির পরিচালক কোন শফি তা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়। দর্শকদের এই বিভ্রান্তি দূর করতে বিক্রমপুরে জন্ম নেওয়া শফি সাহেব নিজেকে শফি বিক্রমপুরী হিসেবে পরিচয় করিয়ে দেন। Continue reading
শাহনাজ রহমতুল্লাহ
বাংলা দেশাত্ববোধক গানের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তার গাওয়া উল্লেখযোগ্য দেশাত্ববোধক গানগুলো হলো: এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
শাহনাজ রহমতুল্লাহর জন্ম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায়। তার পিতা এম ফজলুল হক ও মাতা আসিয়া হক। প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ ও জনপ্রিয় চিত্রনায়ক জাফর ইকবাল তার ভাই। ১৯৭৩ সালে তিনি আবুল বাশার রহমতুল্লাহকে বিয়ে করেন। তাদের এক মেয়ে নাহিদ রহমতউল্লাহ এবং এক ছেলে একেএম সায়েফ রহমতউল্লাহ।
সুস্ময় সুমন
সুস্ময় সুমন ‘খোঁজ – দ্য সার্চ’ ও ‘চল পালাই’ ছবির লেখক।